ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এম এ ওয়াদুদ ন্যাশনাল ব্যাংকের ডিএমডি হলেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
এম এ ওয়াদুদ ন্যাশনাল ব্যাংকের ডিএমডি হলেন এম এ ওয়াদুদ

ঢাকা: সম্প্রতি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন এম এ ওয়াদুদ। এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।


 
ওয়াদুদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে বেসরকারি এবি ব্যাংক লিমিটেড-এ প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন। ২০১০ সালে ন্যাশনাল ব্যাংকে যোগদানের আগে তিনি শাখা ব্যবস্থাপনা ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

৩১ বছরের ব্যাংকিং কর্মজীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন এমএ ওয়াদুদ। তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।