ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরটিজিএসে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
আরটিজিএসে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তঃব্যাংকে তাৎক্ষণিক লেনদেন নিষ্পত্তিতে চালু হওয়া রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টে (আরটিজিএস) পঞ্চম দিনেই চেক নিষ্পত্তির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। দিন দিন লেনদেনের পরিমাণ আরও বাড়বে।



এমনটি মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের ২৯ অক্টোবর আরটিজিএস চালু করেছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে পাঁচ হাজার শাখা থেকে একলাখ বা তার বেশি অংকের টাকার চেকের আন্ত‍ঃব্যাংক লেনদেন তাৎক্ষণিক নিষ্পত্তি করা হচ্ছে।

এতোদিন যে কোনো শাখার এ ধরনের চেক লেনদেনে এক থেকে দুই দিন সময় লাগতো। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম দিন ৩৪টি লেনদেনের বিপরীতে ১৪ কোটি ৬৪ লাখ টাকার চেক নিষ্পত্তি হয়। দ্বিতীয় দিনে এ ব্যবস্থায় নিষ্পত্তি হয়েছে ৫শ ২৩ কোটি ৯৬ লাখ টাকা। পরের দিন আরও বেড়ে ৭শ ৬৯ কোটি ২১ লাখ টাকার চেক স্থানান্তরিত হয়।

গত মঙ্গলবার এটি গিয়ে দাঁড়ায় ৮শ ৭৫ কোটি ৫ লাখ টাকায়। আর পঞ্চম দিন বুধবারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়।

বৃহস্পতিবারও হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে বলে জানান নির্বাহী পরিচালক।

এসময় সহকারী মুখপাত্র গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক (জিএম) এএফএম আসাদুজ্জামান ও ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বিভাগের ডিজিএম মো. আনোয়ারুল ইসলামও বক্তব্য রাখেন।

মুখপাত্র হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে পরিচিতির উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।