ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লোকাল ব্র্যান্ডিংয়ে নজর দেওয়া উচিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
লোকাল ব্র্যান্ডিংয়ে নজর দেওয়া উচিত ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লোকাল ব্র্যান্ডদের সাধুবাধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেছেন, ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্র অর্জনে আমরা কাজ করে যাচ্ছি।

এখন সময় এসেছে ব্র্যান্ডিংয়ের দিকে নজর দেওয়ার।   ‘প্লোয়ার’র মতো ইতোমধ্যে যারা লোকাল ব্র্যান্ডিংয়ে কাজ করছেন তাদের সাধুবাদ জানাই।

এ সময় অন্যদেরও লোকাল ব্র্যান্ডিংয়ে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাতটায় রাজধানীর বনানীতে ফিতা কাটার মাধ্যমে ফ্যাশন হাউজ প্লেয়ার’র উদ্বোধন করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

উদ্বোধনকালে প্লেয়ার’র শুভ কামনা করেন বিজিএমইএ সভাপতি।

এসময় তিনি দেশের ফ্যাশন হাউজগুলোকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সামনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

উদ্বোধনের পর প্লেয়ার’র পণ্য সামগ্রীর এক জমকালো ফ্যাশন-শো অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্লেয়ার’র সত্ত্বাধিকারী আবরার হোসেন সায়েম বলেন, মৌসুমের সঙ্গে  ‘প্লেয়ার’ তার ডিজাইন পরিবর্তন করবে। সিডনিতে পড়াশোনার সময় থেকেই এমন কিছু করার স্বপ্ন ছিলো। তাই আমি দেশে ফিরে আসি ও কাজ শুরু করি।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সহ সভাপতি রিয়াজ বিন মাহমুদ সুমনসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।