ঢাকা, শনিবার, ১০ কার্তিক ১৪৩১, ২৬ অক্টোবর ২০২৪, ২২ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে শীতকালীন আয়কর মেলা শুরু ১৯ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
রাজশাহীতে শীতকালীন আয়কর মেলা শুরু ১৯ নভেম্বর

রাজশাহী: রাজশাহীতে তিন দিনব্যাপী শীতকালীন আয়কর মেলা শুরু হচ্ছে আগামী ১৯ নভেম্বর। মহানগরীর করভবন এলাকায় এ মেলা অনুষ্ঠিত হবে।



রাজধানীতে আয়কর মেলার ব্যাপক সাফল্যের পরে রাজশাহীতে প্রথমবারের মতো এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মেলা উপলক্ষে উপ-কর কমিশনার ওয়াকিল আহমদ জানান, মেলায় টিআইএন রেজিস্ট্রেশন অথবা রি-রেজিস্ট্রেশন, ভুল সংশোধন, আয়কর রিটার্ন দাখিল, টিআইএন’র সনদ প্রাপ্তি, রির্টান ফরম পূরণ সংক্রান্ত পরামর্শ কেন্দ্র, নারী ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পৃথক পরামর্শ কেন্দ্র, অধিক্ষেত্র সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে আয়কর মেলা।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসএস/জেডএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।