ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন ফিচার নিয়ে রবি কৃষিবার্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
নতুন ফিচার নিয়ে রবি কৃষিবার্তা

ঢাকা: আরও গ্রাহকবান্ধব ফিচার নিয়ে ‘রবি কৃষিবার্তা’ ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভ্যাস) নতুন করে সাজিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি। নতুন করে সাজানো ‘রবি কৃষিবার্তা’র আওতায় বর্তমান এগ্রি কল সেন্টারে আইভিআর (ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স) পদ্ধতিতে রেকর্ড করা কৃষিবিষয়ক তথ্যাবলী পাবেন গ্রাহকরা।

সেবাটি সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টাই নেওয়া যাবে।

এছাড়া কল সেন্টারের মাধ্যমে (প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা) গ্রাহকরা যেন সরাসরি কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে সংশ্লিষ্ট তথ্যাবলী পেতে পারেন এজন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানায়, সেবাটি গ্রহণ করার জন্য গ্রাহকদের ২৭৬৭৬ কোডটি ডায়াল করতে হবে। নিবন্ধন নিশ্চিত হওয়ার পর ব্যবহারকারী ২৭৬৭৬ নম্বরে ডায়াল করে আইভিআর কন্টেন্ট শুনতে এবং কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার সুযোগ পবেন।

এছাড়া নিবন্ধিত রবি গ্রাহকরা প্রতিদিন সকালে ২৭৬৭৬ নম্বর থেকে আবহাওয়া সংক্রান্ত রেকর্ড করা নির্দিষ্ট তথ্যাবলী শুনতে পারবেন।
 
কৃষকদের জন্য বুঝতে সহজ হয় এমনভাবেই আইভিআর কন্টেন্টগুলো সাজানো হয়েছে। প্রতি সপ্তাহেই কন্টেন্টগুলো হালনাগাদ করা হবে। আইভিআর অংশে নতুন ও পূর্ববর্তী উভয় কন্টেন্টই পাওয়া যাবে। কন্টেন্টগুলো আপলোড করা হবে নির্দিষ্ট ঋতুর ওপর ভিত্তি করে।
 
কৃষকদের উদ্দেশে বিষয়ভেদে আলাদা আলাদা কন্টেন্ট নিয়ে সাজানো হয়েছে ‘রবি কৃষিবার্তা’। এর মাধ্যমে আধুনিক ডাটাবেজ ব্যবহার করে গ্রাহকবান্ধব বিশেষায়িত কন্টেন্ট দেওয়া হয়। দেশের কৃষকরা যেন সেবাটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন এজন্য ভ্যাসটি সহজে বোধগম্য হয় এমনভাবে তৈরি করা হয়েছে।
 
সেবাটির আওতায় এখন আবহাওয়ার তথ্য, উৎপাদন ও চাষবাস বিষয়ক কৌশল, রোগ ও পোকা-মাকড় বিষয়ক তথ্যাবলী, শষ্যের পুষ্টি ও পানির ব্যবহার, দাম, চাহিদা ও বর্তমান মজুদ, শিক্ষা ও স্বাস্থ্য এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্যাবলী গ্রহণ করা যাবে।
 
রবি জানায়, দেশের কৃষকদের প্রয়োজনের দিকগুলো মাথায় রেখে সেবাটি চালু করা হয়েছে। তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি অথবা কৃষি-বিষয়ক শিল্পের সঙ্গে যুক্ত এমন যে কেউ এই সেবাটি নিয়ে উপকৃত হতে পারেন। দেশের সার্বিক কৃষি অর্থনীতিতে ভূমিকা রাখাই ‘রবি কৃষিবার্তা’র উদ্দেশ্য।
 
রবি’র করপোরেট ওয়েবসাইটে (www.robi.com.bd) সেবাটি সম্পর্কে আরও ধারণা পাওয়া যাবে।
 
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এমআইএইচ/এএ

** চট্টগ্রামে গতিতে অপ্রতিদ্বন্দ্বী রবি ইন্টারনেট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।