ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মানিব্যাগেরও কাজ করছে বিকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
মানিব্যাগেরও কাজ করছে বিকাশ ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নগদ লেনদেনের বিকল্প হিসেবে অর্থের দৈনন্দিন প্রয়োজনের সব সুবিধা দিয়ে বিকাশ এখন মানুষের মানিব্যাগ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় ব্যাংকিং মেলা ২০১৫ এর স্টলে আসা দর্শনার্থীদের এ কথাই জানাচ্ছেন বিকাশ লিমিটেডের কর্মকর্তারা।

 
 
বিকাশের সিনিয়র ম্যানেজার (পিআর অ্যান্ড মিডিয়া রিলেশন) জাহেদুল ইসলাম জানান, দরিদ্র ও ব্যাংক সেবা বহির্ভুত একটি বিশাল জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিকাশ। বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা আদান-প্রদান ছাড়াও কোন অতিরিক্ত চার্জ ছাড়াই মোবাইল ফোন রিচার্জ, ১১ হাজারের বেশি মার্চেন্ট আউটলেটে কেনাকাটা এবং বেতন প্রদান করা হচ্ছে। এছাড়াও জমানো টাকার ওপর দেওয়া হচ্ছে ইন্টারেস্ট সুবিধা।
 
মেলার স্টলে পাওয়া লিফলেট থেকে জানা গেছে, একজন বিকাশ গ্রাহক তার অ্যাকাউন্টে মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত জমা করা যাবে। দিনে ৩ বারে সর্বোচ্চ ২৫ হাজার টাকা এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশআউট অথবা এটিএম বুথ থেকে উত্তোলন করা যাবে।
 
মোবাইল ব্যালেন্স রিচার্জের ক্ষেত্রে একজন বিকাশ গ্রাহক তার নিজের মোবাইল নম্বর ছাড়াও অন্যের নম্বরেও রিচার্জ করে দিতে পারবেন। বর্তমানে চারটি অপারেটরে (গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক) এ সুবিধা পাওয়া যাচ্ছে।
 
এক্ষেত্রে একজন গ্রাহক দিনে সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত প্রি-পেইড বা পোস্টপেইড রিচার্জ করতে পারবেন। বিকাশ গ্রাহক অন্য গ্রাহককে দিনে ২০ বার ১০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন। রেমিটেন্স পাঠাতে পারবেন যতো খুশি ততোবার এককালীন সর্বোচ্চ দেড় লাখ টাকা।
 
বিকাশ অ্যাকাউন্ট থেকে হাসপাতালের চিকি ৎসা বিল এমনকি প্লেনের টিকিটও কেনা যাচ্ছে।

কেনাকাটায় ফ্যাশন হাউসের মধ্যে আড়ং, নগরদোলা, ইয়েলো, ক্যাটস আই, অ্যাড্রয়েট ইন্টারন্যাশনাল, কে ক্রাফট, আম্বার লাইফস্টাইল, ঐতিহ্য, ইস্টওয়ে, মনসুন রেইন, জেনিস, কেজেড ইন্টারন্যাশনাল, রঙ, গ্যাজেট গ্যাং সেভেন, সেলিব্রেশনস, রিলিউস, জেমস গ্যালারি, মায়াসির, ঊষা সিল্ক, ঝুমা ফ্যাশন হাউজ, লোটো এবং ওটু’তে বিকাশ ব্যবহার হচ্ছে।

এছাড়া রেস্টুরেন্টের মধ্যে রয়েছে দি মুঘল কিচেন, আলাউদ্দীন সুইটমিট, কুক ক্যাফে অ্যান্ড জুস বার, সাওয়াদি, ফুড প্যালেস, ফখরুদ্দীন রেস্টুরেন্ট, মামা হালিম, হান্ডি রেস্টুরেন্ট, বার্বিকিউ ফ্লেমস, দাওয়াত, ধানসিঁড়ি রেস্তোরাঁ, অলিম্পিয়া প্যালেস, কান্ট্রি লাউঞ্জ, কাশুন্দি, বাইতি গ্রিল রেস্টুরেন্ট, ক্যাফে ইতালিয়ানো, দ্য কারি হাউজ লিমিটেড, হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল ও দারুল কাবাব।

অনলাইন শপের মধ্যে রয়েছে আগোরা, এখানেই.কম, ইফিরি.কম, আমার দেশ শপ.কম, প্রিয় শপ.কম, সহজ.কম, রঙবিডি.কম, বাসবিডি.কম ও বিপণী.কম।
 
বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে ঢাকার বহু দিনমজুর গ্রামের বাড়িতে টাকা পাঠান। তাদের একজন রিকশাচালক দেলোয়ার হোসেন। থাকেন বনানীর কড়াইল বস্তিতে। মেলায় বিকাশের স্টলে কথা হয় দেলোয়ারের সঙ্গে।

কুষ্টিয়ার কুমারখালীতে স্ত্রী-সন্তানের জন্য নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ত্রীর বিকাশ অ্যাকাউন্ট টাকা পাঠান দেলোয়ার। দেলোয়ার বলেন, আগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টাকা পাঠাতাম। দুই-তিনদিন সময় লাগতো। এখন মুহূর্তেই এজেন্টের কাছ থেকে ক্যাশআউট করে টাকা নেন আমার স্ত্রী।
 
এছাড়া বিকাশ ১১টি পোশাক কারখানাসহ প্রায় ১০৫টি প্রতিষ্ঠানের কর্মীদের বেতন পরিশোধ করছে। প্রায় অর্ধশত দেশি-বিদেশি সংস্থা প্রাকৃতিক দুর্যোগকালীন পরিস্থিতি ও দুর্যোগ পরবর্তী পুনবার্সন কার্যক্রম সংক্রান্ত জরুরি সাহায্য তহবিল বিকাশের মাধ্যমে পরিচালনা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, অক্সফাম ও সেভ দ্য চিলড্রেন।
 
ধীরে ধীরে মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রয়োজনে বিকাশ পাশে এসে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন জাহেদুল ইসলাম।   
 
মানিব্যাগের বিকল্প এ সেবা পেতে গ্রাহককে বিকাশের অ্যাকাউন্ট খুলতে হবে। এজন্য মোবাইল ফোন, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি। যেতে হবে নিকটস্থ বিকাশ এজেন্টের কাছে।

ব্যাংকিং মেলায়ও বিকাশ অ্যাকাউন্ট খোলা হচ্ছে বিকাশের স্টলে।  
 
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসই/এএসএস/এএসআর

** চার্জবিহীন হিসাব, জামানতবিহীন ঋণ
** সব ব্যবসায় রূপালী ব্যাংকের এসএমই ঋণ
** সাউথইস্ট ব্যাংকের এফডিআরে সর্বোচ্চ ইন্টারেস্ট!
** এসবিএসিতে অ্যাকাউন্টে নেই চার্জ, সঙ্গে কার্ড ফ্রি
** কোটিপতি হতে পারেন এসআইবিএল’র স্বর্ণ শিখরে
** গুণ ছড়াচ্ছে এমটিবি’র ‘গুণবতী’
** ঋণ বিতরণে সবার প্রতি সমান দৃষ্টি দেওয়া উচিত
** মিডল্যান্ডে টাকা পাবেন আধাঘণ্টায়
** এসবিএসিতে অ্যাকাউন্টে নেই চার্জ, সঙ্গে কার্ড ফ্রি
** চার্জ ছাড়াই ক্রেডিট কার্ড দিচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক
** স্বপ্ন গড়বে এক্সিমের ‘স্বপ্ন’
** ব্যাংকেও সংস্কৃতি চর্চা করুন
** তৃণমূল সেবায় ন্যাশনাল ব্যাংক
** প্রাইম ব্যাংকের ‘স্বপ্ননীড়’ হোম লোনে সাড়া
** সব পেশার নারীদের জন্য এবি ব্যাংকের ‘সম্পূর্ণা’
** ব্যাংক শুধু উচ্চবিত্তের ধনাগার নয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।