ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রাহকের মুখোমুখি হবেন ব্যাংকের নির্বাহীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
গ্রাহকের মুখোমুখি হবেন ব্যাংকের নির্বাহীরা

ঢাকা: উদ্যোক্তা ও ব্যাংকিং সেবার গ্রাহকরা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন।
 
জাতীয় ব্যাংকিং মেলা ২০১৫ উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ৩টায় ‘ব্যাংকার-গ্রাহক প্রশ্নোত্তর পর্ব’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক।


 
বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ হলে এ অনুষ্ঠান হবে। এতে ১০টি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে গ্রাহকের প্রশ্নের উত্তর দেবেন।
 
প্রশ্নোত্তর পর্বটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসই/এএসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।