ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

দুই দিনব্যাপী বিপিও সামিট শুরু হচ্ছে বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
দুই দিনব্যাপী বিপিও সামিট শুরু হচ্ছে বুধবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে প্রথমবারের মতো বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সামিট শুরু হচ্ছে বুধবার (০৯ ডিসেম্বর)। দুই দিনব্যাপী এ সামিট শেষ হবে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)।



সোমবার (০৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ কথা জানান।

তিনি জানান, রাজধানীর সোন‍ারগাঁও হোটেলে আয়োজিত বিপিও সামিটে ৭৯ জন দেশি, ৯ জন আন্তর্জাতিক বক্তা অংশ নেবেন।   এতে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে।

দুই দিনব্যাপী এ সামিটে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেবেন বলে প্রত্যাশা করছেন প্রতিমন্ত্রী।

জুনায়েদ আহমেদ পলক বলেন, সামিটে বিপিও খাতে দেশের অবস্থান ও দক্ষতা তুলে ধরা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া পরিকল্পনা মন্ত্রী ও ওয়ার্ল্ড ইনফরমেশন সোসাইটি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের চেয়ারম্যান আ হ ম ম‍ুস্তাফা কামালসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা এতে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিপিও সামিট উপলক্ষে ১৭ দিনব্যাপী ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের ১৫টি বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভেশন কার্যক্রম চালানো হয়েছে।

প্রতিমন্ত্রী পলক বলেন, ২০২১ সালের মধ্যে আইসিটি খাত থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলার আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরমধ্যে বিপিও খাত থেকেই আসবে ১ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।