ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থ বছরের প্রথম ৬ মাস

ভোমরা বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব অর্জন

শেখ তানজির আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ভোমরা বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব অর্জন

সাতক্ষীরা: সব ঘাটতি কাটিয়ে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। গত নভেম্বরেও যেখানে লক্ষ্যমাত্রার চেয়ে ৫ কোটি টাকা রাজস্ব ঘাটতি ছিল, ডিসেম্বরে সেই ঘাটতি পূরণের পরও প্রায় ২ দশমিক ৭৩ ভাগ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বন্দরটিতে।



বন্দরের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, ডিসেম্বরে ভোমরা বন্দরে ৫৬ কোটি ৬৮ লাখ ১১ হাজার ১১৯ টাকা রাজস্ব আয় হয়েছে। যেখানে ডিসেম্বরে লক্ষ্যমাত্রা ছিল ৪৫ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার টাকা। অর্থাৎ ডিসেম্বরে ভোমরা স্থল বন্দরে ১০ কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ১১৯ টাকা বেশি রাজস্ব আয় হয়েছে।

সূত্র মতে, ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব অর্জনের লক্ষ্যমাত্রা ছিল ২৬১ কোটি ২ লাখ ৭২ হাজার টাকা। এর বিপরীতে রাজস্ব অর্জিত হয়েছে ২৬৮ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৭৫৯ টাকা।

এনবিআর ভোমরা বন্দরে ২০১৫-১৬ অর্থবছরের জুলাইয়ে ৩২ কোটি ৭৫ লাখ ৮৭ হাজার টাকা, আগস্টে ৪৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা, সেপ্টেম্বরে ৪৮ কোটি টাকা ১৭ লাখ ৫২ হাজার টাকা, অক্টোবরে ৪১ কোটি ৩১ লাখ ৫৯ হাজার টাকা, নভেম্বরে ৪৭ কোটি ১৯ লাখ ৮৮ হাজার টাকা ও ডিসেম্বরে ৪৫ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।

এর বিপরীতে জুলাইয়ে ২৬ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৮১১ টাকা, আগস্টে ৩০ কোটি ৯ লাখ ১৩ হাজার ২৯০ টাকা, সেপ্টেম্বরে ৫৩ কোটি ২১ লাখ ৪৩ হাজার ৯১১ টাকা, অক্টোবরে ৫৯ কোটি ২৪ লাখ ৪৩ হাজার টাকা, নভেম্বরে ৩৬ কোটি ৩২ লাখ ১০ হাজার ৩৯৯ টাকা এবং ডিসেম্বরে ৫৬ কোটি ৬৮ লাখ ১১ হাজার ১১৯ টাকা রাজস্ব অর্জিত হয়েছে।

প্রথম ছয় মাসে ১০ কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ১১৯ টাকা বেশি রাজস্ব আয়ে প্রায় ২ দশমিক ৭৩ ভাগ প্রবৃদ্ধি করেছে বন্দরটি।

ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার (শুল্ক) শরীফ আল-আমীন বাংলানিউজকে জানান, অর্থবছরের প্রথম পাঁচ মাসে কিছুটা ঘাটতি থাকলেও তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। প্রথম ছয় মাসে রাজস্ব আয়ে ২ দশমিক ৭৩ ভাগ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আশা করছি এই ধারা অব্যাহত থাকবে।

এনবিআর ২০১৫-১৬ অর্থবছরে ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬০০ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।