ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রিন্টিং-প্যাকেজিংয়ের সম্পূর্ণ সমাধান জিসানে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
প্রিন্টিং-প্যাকেজিংয়ের সম্পূর্ণ সমাধান জিসানে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অফসেট প্রিন্টিং ও প্যাকেজিংয়ের সম্পূর্ণ সমাধান দিচ্ছে জিসান ইন্টারন্যাশনাল এজেন্সিস প্রাইভেট লিমিটেড।
 
উন্নত একাধিক দেশের প্রযুক্তি সম্পন্ন প্রিন্টিং ও প্যাকেজিংয়ের মেশিনারিজ, কাগজ, পেট্রোকেমিক্যাল, কালিসহ অন্যান্য উপকরণ বাংলাদেশে সরবরাহ ও বাজারজাত করছে  প্রতিষ্ঠানটি।


 
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) চলা ‘গার্মেন্টটেক’ ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ার’ ও ‘গ্যাপেক্সপো-২০১৬ শীর্ষক প্রদর্শনীতে জিসান ইন্টারন্যাশনাল এজেন্সিস প্রাইভেট লিমিটেডের স্টলের কর্মীরা জানান এসব তথ্য।
 
শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শেষ হচ্ছে চারদিনের প্রদর্শনী। গার্মেন্ট সংশ্লিষ্টদের সব ধরনের তথ্যের উন্মুক্ত জানালা হিসেবে এ প্রদর্শনী সবার কাছে স্থান পেয়েছে।

জিসান ইন্টারন্যাশনাল এজেন্সিস প্রাইভেট লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড কাস্টমার সার্ভিস) আশরাফ মোহাম্মদ জানান, গার্মেন্টের এক্সেসরিজ কার্টুন ফ্যাক্টরির ‘র’ ম্যাটেরিয়ালসও বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।
 
তিনি জানান, দেশের বড় বড় প্রতিষ্ঠান জিসান ইন্টারন্যাশনাল এজেন্সিস প্রাইভেট লিমিটেডের মেশিনারিজসহ অন্যান্য উপকরণ ব্যবহার করছেন। এসব উপকরণ ভালো মানের হওয়ায় ক্রেতাদের মাঝ থেকেও বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
 
স্টলের কর্মীরা জানান, গ্রাহকদের সর্ব্বোচ্চ সেবার লক্ষ্য নিয়ে জিসান ইন্টারন্যাশনাল এজেন্সিস প্রাইভেট লিমিটেড কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নিত্য নতুন ও প্রযুক্তি নির্ভর পণ্য বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে।
 
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি) মানিক সরকার বলেন, কোডাকের প্লেট মেকিং মেশিন, এক্সরাইট প্যানটোনের কালার কোয়ালিটি কন্ট্রোল মেশিনারিজ ও সফটওয়্যার, কনিকা মিনওলটার ডিজিটাল প্রিন্টিং মেশিন, হিউবার গ্রুপের নিউজপ্রিন্টের কালি এবং ম্যানরোল্যান্ডের অফসেট প্রিন্টিংসহ অন্যান্য প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মেশিন বাজারজাত করছি আমরা।
 
তিনি জানান, এছাড়াও হ্যানসোল ব্র্যান্ডের আর্ট কার্ড, ডুপপ্লেক্স বোর্ড, থারমাল পেপার, সাবলিমেশন পেপার, সিকিউরিটি পেপারসহ আরও অন্যান্য ব্র্যান্ডের পেপার বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।
 
তারা জানান, প্রায় ২৫ বছর ধরে বাংলাদেশে সুনামের সঙ্গে কাজ করছে এ প্রতিষ্ঠান। দিন দিন গ্রাহকের সংখ্যা বাড়ছে।
 
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
একে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।