ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুবিধা বঞ্চিতদের ঋণ বিতরণে সাফল্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
সুবিধা বঞ্চিতদের ঋণ বিতরণে সাফল্য

ঢাকা: টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন শিল্পখাতে অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি। কটেজ, মাইক্রো বা ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতে ঋণ বিতরণ বাড়ানোর মাধ্যমে এ খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



সাম্প্রতিক সময়ে সিএমএসএমই খাতে অর্থায়নে ব্যাপক সাফল্য এসেছে। সম্প্রতি আর্থিক ঋণের বিশ্লেষণ থেকে এমন তথ্য পাওয়া যায়।

২০১৫ সালে জানুয়ারি-সেপ্টেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সিএমএসএমই খাতে ৮২ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করেছে। যা ২০১৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রার ৭৮%। তথ্য পর্যালোচনা করে দেখা যায়, অপেক্ষাকৃত ক্ষুদ্র উদ্যোক্তারা ও সমাজের সুবিধা বঞ্চিত উদ্যোক্তারা অধিক হারে ঋণ পাচ্ছে।

২০১০ সালে যেখানে মোট সিএমএসএমই ঋণ গ্রহীতার মধ্যে কটেজ, মাইক্রো বা ক্ষুদ্র উদ্যোক্তার হার ছিল ৬৫ শতাংশ, ২০১৫ সালের সেপ্টেম্বরে তা ৯১ শতাংশে উন্নীত হয়েছে। অন্যদিকে, ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত  ৯০ হাজার এর অধিক নতুন উদ্যোক্তাকে ১৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭ হাজার নতুন নারী উদ্যোক্তা ৫১১ কোটি টাকা ঋণ পেয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগের ফলে শুধু ২০১৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী ও সামাজিক সুবিধা বঞ্চিত উদ্যোক্তাদের এক কোটি টাকার অধিক ঋণ বিতরণ করেছে।

নতুন উদ্যোক্তা, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী ও সামাজিক সুবিধা বঞ্চিত উদ্যোক্তাদের সিংহভাগ কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত।
বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিককালে উদ্যোক্তা তৈরিতেও কাজ করছে, যা সিএমএসএমই খাতের উন্নয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।