ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কোটিপতিদের করের আওতায় আনুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
কোটিপতিদের করের আওতায় আনুন ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের যেসব কোটিপতি কর আওতার বাইরে তাদের করের আওতায় নিয়ে আসতে এনবিআরকে অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।



‘ডিজিটাল কাস্টমস: প্রগেসিভ এনগেজমেন্ট’ স্লোগানে বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৭৯টি দেশে দিবসটি পালিত হচ্ছে।

তিনি বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়ায় বর্তমানে ইউনিয়ন পর‌্যায়েও করদাতা পাওয়া যাবে। সেক্ষেত্রে যারা কর দেয় শুধু তাদের নয়, নতুন করদাতা খুঁজে বের করতে হবে। দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে উপজেলা এমনকি ইউনিয়ন পর‌্যায়েও কোটিপতি পাওয়া যাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, পত্রিকায় দেখেছি দেশে কোটিপতি রয়েছে এক লাখের ওপরে। তাদের মধ্যে যারা এখনও কর দেয় না তাদের করের আওতায় নিয়ে আসতে কাজ করতে হবে। যারা কর দেয় তাদের ওপর বোঝা বাড়াবেন না। কর আদায়ের ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

দেশীয় শিল্প সংরক্ষণ করতে হবে উল্লেখ করে তোফায়েল বলেন, ডব্লিউওটি এর আইনের সঙ্গে সাংঘর্ষিক হলেও পৃথিবীর সব দেশ নিজ দেশের শিল্প সংরক্ষণ করে। আমাদের শিল্পও সংরক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার। ব্যবসায়ীদের যত সমস্যা রয়েছে তা দ্রুত নিরসন করা হয়, হবে। সভায় জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, শুল্কনীতি সদস্য ফরিদ উদ্দিদন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরইউ/এএ

** ‘কাস্টমস হবে জনবান্ধব’
** আন্তর্জাতিক কাস্টমস দিবস মঙ্গলবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।