ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরার সঙ্গে জ্বালানি খাতে সমঝোতায় আগ্রহী ইরান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
বসুন্ধরার সঙ্গে জ্বালানি খাতে সমঝোতায় আগ্রহী ইরান ছবি: বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের বাসভবনে বৈঠক শেষে (বাঁ থেকে) গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি ও সে দেশের বাণিজ্যমন্ত্রীর উপদেষ্টা মো. রেজা মওদুদী

ঢাকা: দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরার সঙ্গে জ্বালানি খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইরানের ব্যবসায়ী প্রতিনিধিদল। বুধবার সন্ধ্যায় ঢাকায় বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের বাসভবনে গ্রুপের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করে ওই প্রতিনিধিদল।



সহযোগিতার জন্য বসুন্ধরা গ্রুপের সঙ্গে ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহানসহ শীর্ষ কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি, ইরানের বাণিজ্যমন্ত্রীর উপদেষ্টা ও ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট মো. রেজা মওদুদীর নেতৃত্বে ঢাকা সফররত দেশটির শীর্ষ বাণিজ্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ইরানের ব্যবসায়ীরা এ দেশে তেল শোধনাগার নির্মাণে বসুন্ধরা গ্রুপকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। তেল শোধনাগার নির্মাণে ইরানের ভালো সক্ষমতা রয়েছে। এ ছাড়া ইরান থেকে এলপি গ্যাস ও অপরিশোধিত তেল আমদানির বিষয়েও ইতিবাচক আলোচনা হয়। এ বিষয়ে আগামী দিনে বসুন্ধরা গ্রুপ ও ইরানের ব্যবসায়ীরা যৌথ অংশীদারির ভিত্তিতে কাজ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ব্যবসা সম্ভাবনা খতিয়ে দেখতে ইরানের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল গত বৃহস্পতিবার ঢাকায় এসেছে। আগামী শনিবার পর্যন্ত ওই দলটি বাংলাদেশের সম্ভাবনাময় খাত সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করছে। এর আগে বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধিদল ইরান সফর করে। এর ফিরতি সফরেই ইরানের দলটি ঢাকায় এসেছে।

পরমাণু ইস্যুতে ইরানের ওপর থেকে সম্প্রতি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ওঠে যাওয়ার পর দেশটি সারা বিশ্বের কাছে ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। ইরানের ব্যবসায়ীরাও সারা বিশ্বে বিনিয়োগের সুযোগ খুঁজছেন। বন্ধুপ্রতিম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইরানের জোরালো আগ্রহ রয়েছে।

বাংলাদেশ সময় ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।