ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরএফএল’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোশাররফ করিম

স্টাফ করেসপনন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
আরএফএল’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোশাররফ করিম ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় হাউজহোল্ড প্লাস্টিক ও ফার্নিচার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল-এর সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে কাজ করবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর গুলশান লিংক রোডে প্রাণ-আরএফএল ভবনে দুই বছরের জন্য এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়।



চুক্তি অনুযায়ী মোশাররফ করিম আগামী দুই বছর এ প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের প্রমোশনাল কার্যক্রমে অংশ নেবেন। ফলে প্রাণের বিভিন্ন বিজ্ঞাপনে এখন থেকে তাকে দেখা যাবে।

অনুষ্ঠানে অভিনেতা মোশাররফ করিম বলেন, প্রাণের সাথে আগেও কাজ করেছি। সবগুলোতে আনন্দ উপভোগ করেছি। সব কাজের সময় কষ্ট ও বিরক্ত লাগে কিন্তু কাজটা শেষ হলে ভালো লাগে। এ কারণে প্রাণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে জড়িত হওয়ার জন্য আজকের এ আয়োজন।

তিনি আরও বলেন, আমিও একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবেও প্রাণ-আরএফএল এর পণ্য আমার বাসায়ও আছে। চেষ্টা করবো এ প্রতিষ্ঠানের পণ্যকে আরও জনপ্রিয় করতে।

আরএফএল-এর পরিচালক আর এন পাল বলেন, অভিনেতা মোশাররফ করিমকে বাংলাদেশের ১৬ কোটি মানুষ চেনে। তাকে আমরা ব্র্যান্ড অ্যাম্বেসডর করতে পেরে আনন্দিত। আশা করছি তিনি আরএফএল-এর সব পণ্যকে সবার কাছে জনপ্রিয় করতে বিশেষ ভূমিকা রাখবেন।

ডিউরেবল প্লাস্টিক লিমিডেটের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার পোদ্দার বলেন, প্রাণ-আরএফএল ৩৪ বছরের পুরনো প্রতিষ্ঠান। আমাদের অনেক সুনামও আছে। এখানে সত্তর হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রাণ-আরএফএল  যাই উৎপাদন করে থাকে তা সুলভমূল্যে মানুষের কাছে পৌঁছে দেয়। এখন আমরা গৃহস্থালির সব পণ্য উৎপাদন করার চেষ্টা করে যাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিউরেবল প্লাস্টিক লিমিডেটের বিপণন প্রধান মোহাম্মদ রাশেদ উল আলমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমআইকে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।