ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩ কমার্শিয়াল কাউন্সিলরের সাথে বিজিএমইএ’র বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
৩ কমার্শিয়াল কাউন্সিলরের সাথে বিজিএমইএ’র বৈঠক

ঢাকা: লসএঞ্জেলস, ব্রাসেলস ও ইয়াংগুনস্থ বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক উইং এর কমার্শিয়াল কাউন্সেলর পদে সদ্য নিয়োগপ্রাপ্ত তিন কর্মকর্তার সাথে বৈঠক করেছেন দেশের পোশাক উৎপাদনকারী ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা।

মঙ্গলবার (ফেব্রুয়ারি ০৯) রাজধানীর বিজিএমইএ’র নিজস্ব কার্যালয়ে বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের সাথে বৈঠকে ‍উপস্থিত ছিলেন লসএঞ্জেলস এ নবনিযুক্ত কমার্শিয়াল কাউন্সেলর আল মামুন,  ব্রাসেলস নিযুক্ত কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মদ জহিরুল কাইউম, ইয়াংগুন এ নিযুক্ত কমার্শিয়াল কাউন্সেলর হাসান খালেদ ফয়সাল।



বিজিএমইএ সূত্রে জানা যায়, লসএঞ্জেলস, ব্রাসেলস ও ইয়াংগুনে পোশাক রফতানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বিজিএমইএ’র  সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সিনিয়র সহ সভাপতি ফারুখ হাসানের সাথে। এ সময় কাউন্সিলরদের সঙ্গে দেশের পোশাক শিল্পের সম্ভাবনা বিষয়ে আলোচনা করেন বিজেএমইএ সভাপতি।

বিজিএমইএ সূত্র জানায়, লসএঞ্জেলস, ব্রাসেলস ও ইয়াংগুনে বাংলাদেশি পোশাকের চাহিদা রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিয়োজিত বাংলাদেশি কর্মকর্তারা। তাছাড়া দেশগুলোতে বাংলাদেশের পোশাক রফতানি আরো কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে দূতাবাসগুলোর কমার্শিয়াল উইং কাজ করছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তারা।

বৈঠকের সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ এর পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য।

বাংলাদেশ সময়: ২১০০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
ইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।