ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইকোনমিক জোনের লাইন্সেস পেল বে গ্রুপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ইকোনমিক জোনের লাইন্সেস পেল বে গ্রুপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ‘বে ইকোনমিক জোন ইন বাংলাদেশ (বিইজেড)’ নামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ নিয়েছে বে গ্রুপ।

৬৫ একর জমিতে বে গ্রুপ তাইওয়ান ও চীনের সহায়তায় এ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করবে।

এতে প্রায় এক লাখ লোকের কর্মসংস্থান হবে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা) কার্যালয়ে বে গ্রুপকে প্রি-লাইন্সেস প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বেজা’র চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, এ ইকোনমিক জোনের সাথে বিদেশি বিনিয়োগ জড়িত রয়েছে। বে গ্রুপের ইস্ট এশিয়ান বিনিয়োগকারীদের সাথে সখ্যতা রয়েছে।

এ জোনে বিনিয়োগে উৎসাহী হয়ে আরো বেশি বিনিয়োগকারী বিনিয়োগে আগ্রহ পাবে। সরকার ব্যবসা নয় বিনিয়োগে উৎসাহ, কর্মসংস্থান সৃষ্টিতে এসব বাস্তবায়ন করছে।

তিনি আরো বলেন, গতকাল সরকার সিরাজগঞ্জে ১ হাজার ৩৯ একর জমিতে দেশের বৃহত্তম প্রাইভেট ও বড় ইকোনমিক জোনের অনুমোদন দিয়েছে।

এ জোন বাস্তবায়নে সিরাজগঞ্জ ইকোনমিক জোন প্রাইভেট লিমিটেড কোম্পানি নামে একটি কোম্পানি আবেদন করেছে। সিকিউরিটি ডিপোজিট দিয়ে তারা কাজ শুরু করবে।

দেশের উত্তরাঞ্চলের গেটওয়ে যমুনা সেতুর তীরে আগামী তিনবছরের মধ্যে এ জোন বাস্তবায়ন হবে। শত শত কারখানা হবে।

চেয়ারম্যান বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে একশ’টি জোন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। এ মাসে ১০টি জোনের কর্মকাণ্ড প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান বলেন, তাইওয়ানের বিখ্যাত সু-কোম্পানি স্ট্রেলা ও চীনের জাওজিও কোম্পানি এ জোনে বিনিয়োগ করবে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্র্যান্ড সু’র আউটলেট ম্যাটেরিয়াল তৈরি করবে তারা। এছাড়া এগ্রো, আইটি, ফুড, ইলেট্রনিক্স ইন্ডাস্ট্রিও গড়ে উঠবে।

আমাদের উদ্দেশ্য সু তৈরিতে বাংলাদেশের সাপ্লাই চেইনকে শক্তিশালী করা। এ ইকোনমিক জোনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিমাণও বেড়ে যাবে।

আগামী ৪০ মাসের মধ্যে কাজ শেষ হবে। কাজ শেষে এ জোনে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। জমির পরিমাণ আরো বাড়বে এবং ২০১৭ সালের মধ্যে এ জোন চালু হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বেজা ও বে গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।