ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক ব্যাংক ও লা মেরিডিয়ান ঢাকা’র মধ্যে চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ব্র্যাক ব্যাংক ও লা মেরিডিয়ান ঢাকা’র মধ্যে চুক্তি সই

ঢাকা: ব্র্যাক ব্যাংক লিমিটেড ও লা মেরিডিয়ান ঢাকা’র মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে। এ চুক্তির ফলে ব্র্যাক ব্যাংক কার্ড হোল্ডাররা লা মেরিডিয়ানে আকর্ষণীয় ছাড় ও অন্যান্য সুবিধা পাবেন।



ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আবেদুর রহমান শিকদার ও লা মেরিডিয়ান ঢাকা’র ডিরেক্টর অব ফাইন্যান্স আফতাব আনসারি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ব্র্যাক ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের সিগনেচার, প্লাটিনাম ও গোল্ড কার্ড হোল্ডাররা লা মেরিডিয়ান ঢাকা’র ‘লেটেস্ট  রেসিপি’ রেস্টুরেন্টে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার উপভোগ করতে পারবেন।

এই অফারটি ১২ ফেব্রুয়ারি ২০১৬ থেকে ১১ ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত চলবে।

প্রত্যেক কার্ডহোল্ডার লা মেরিডিয়ান ঢাকার ‘লেটেস্ট রেসিপি’ রেস্টুরেন্টে একটি বুফে মিল কিনলে আরেকটি বুফে মিল ফ্রি পাবেন। একজন কার্ডহোল্ডার একদিনে সর্বোচ্চ ৪টি বুফে মিল ফ্রি পাবেন।

এছাড়া গ্রাহকরা হোটেল কক্ষ ভাড়া, ল্যাটিটিউড ২৩, ফ্যাভোলা এবং ওলিয়া’তে কেক ও ডাইন-ইন ফুড আইটেমসহ ফিটনেস সেন্টার ও লন্ড্রি সার্ভিসে ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

চুক্তি সইকালে উপস্থিত ছিলেন- ব্র্যাক ব্যাংকের কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব, কার্ডস অ্যান্ড পেমেন্টের প্রধান তৌফিক হাসান, লা মেরিডিয়ান ঢাকা’র ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং আনোয়ার হোসেন ও দুই প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।