ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নারকেল ছোবড়ার পণ্যে মূসক অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
নারকেল ছোবড়ার পণ্যে মূসক অব্যাহতি

ঢাকা: অপ্রচলিত কৃষিপণ্য হিসেবে নারকেলের ছোবড়ার আঁশ থেকে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যে দু’টি শর্তে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়েছে।
 
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


 
দেশের চাহিদা পূরণ করে এসব পণ্য রপ্তানি করা হচ্ছে। স্থানীয় কুটির শিল্প সুরক্ষায় সম্প্রতি এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ অব্যাহতি দিয়েছে এনবিআর।
 
স্থানীয় কুটির শিল্প ও দেশিয় পণ্য রপ্তানির প্রসারে এ সুবিধা দেওয়া হয়েছে। এ অব্যাহতি সুবিধা আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারকেলের ছোবড়ার আঁশ থেকে ম্যাট্রেস, ওয়ালম্যাট, পাপোশ, রশিসহ সৌখিন বিভিন্ন পণ্য স্থানীয়ভাবে উৎপাদিত হয়।
 
নারিকেলের ছোবড়া থেকে প্রস্তুতকৃত এসব পণ্য ১৯৯১ সালের মূসক আইনের প্রথম তফসিলভুক্ত মূসক অব্যাহতি না পাওয়ায় মূসকযোগ্য পণ্য হিসেবে বিবেচিত হয়।
 
মূসক আইনের ধারা ১৪ এর উপধারা (২) অনুযায়ী, নারিকেলের ছোবড়া থেকে প্রস্তুত পণ্যের প্রযোজ্য মূসক সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো।
 
শর্তের মধ্যে রয়েছে, সংশ্লিষ্ট পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মূসক আইনের ১৫ ধারা ও বিধিমালার ৯ এর আলোকে মূসক নিবন্ধনপত্র গ্রহণ করতে হবে।
 
উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মূসক আইনের ৩১, ৩২ ও ৩৫ এ উল্লিখিত মূসক সংক্রান্ত হিসাবরক্ষণসহ কর চালানপত্র ও দাখিলপত্র দিতে হবে।
 
এ দু’টি বিষয় আনুষ্ঠানিকতা পরিপালন না করলে অব্যাহতি সুবিধা স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে ও মূসক আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।