ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাহিদা বেড়েছে ওয়ালটন এলইডি টিভির

নিজস্ব প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
চাহিদা বেড়েছে ওয়ালটন এলইডি টিভির

ঢাকা: এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ সামনে রেখে গ্রাহকদের চাহিদা বিবেচনায় টেলিভিশন বিক্রির ব্যাপক প্রস্তুতি নিয়েছে ওয়ালটন। এছাড়া গত বছরের তুলনায় এ বছর আরো বেশি টিভি বিক্রির লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।

চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে এরইমধ্যে বাড়ানো হয়েছে উৎপাদন, কমেছে মূল্য।

আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় বসছে এশিয়া কাপ ক্রিকেটের চূড়ান্ত আসর। এশিয়া কাপের বাছাই পর্বের খেলাগুলোও হচ্ছে বাংলাদেশে। এরপর মার্চে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি২০ বিশ্বকাপ ক্রিকেট।

ক্রিকেট, বাংলাদেশসহ এ অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় খেলা। আর গুরুত্বপূর্ণ এ দু’টি ইভেন্ট টেলিভিশনে উপভোগ করবেন এ অঞ্চলের কোটি কোটি মানুষ। ফলে ক্রিকেটের আসন্ন বড় দু’টি আসরকে সামনে রেখে টেলিভিশনের চাহিদা অনেক বেড়ে যায়। এবার বিশেষ করে সর্বাধুনিক প্রযুক্তির এলইডি টিভির চাহিদা অনেক বেড়ে যাবে বলে ধারণা বাজার সংশ্লিষ্টদের।
 
বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন দু’টি বড় ইভেন্টকে সামনে রেখে দেশব্যাপী এলইডি টেলিভিশনের চাহিদা বেড়েছে। বেড়েছে সিআরটি টিভির বিক্রিও। সম্প্রতি বিদেশি ব্র্যান্ডের তুলনায় ক্রেতারা বেশি পছন্দ করছেন দেশীয় ব্র্যান্ডের টেলিভিশন। আর এগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের টিভি।
 
বিক্রেতারা জানান, টেলিভিশন ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের পছন্দের ধরন বদলেছে। তারা ক্রমশ বড় পর্দার বিশেষত এলইডি টেলিভিশনের দিকে ঝুঁকছেন। সেসঙ্গে বেড়েছে অ্যান্ড্রয়েড স্মার্টটিভির বিক্রি ও চাহিদা। সম্প্রতি মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষরাও কিনছেন এলইডি টিভি। এক্ষেত্রে বিশেষ অবদান রাখছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। দেশের বাজারে অবিশ্বাস্য সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের এলইডি টিভি সরবরাহের মাধ্যমে সব শ্রেণির ক্রেতাদের কাছে এটিকে সহজলভ্য করেছে দেশীয় প্রতিষ্ঠানটি। ওয়ালটনের রয়েছে দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক।

জানা গেছে, বাজারে বর্তমানে মোট ৪৮টি মডেলের এলইডি ও সিআরটি টিভি রয়েছে ওয়ালটনের। উৎপাদন খরচ কমে যাওয়ায় চলতি বছরের শুরুতেই মডেল ভেদে ১৫০০ টাকা থেকে ৫৫০০ টাকা পর্যন্ত মূল্য কমেছে এলইডি টিভির। বাজারে ওয়ালটন ব্র্যান্ডের বিশ্বমান সম্পন্ন ১৯ ও ২৪ ইঞ্চি এলইডি টিভি পাওয়া যাচ্ছে যথাক্রমে ১২,৩৫০ ও ১৫,৯০০ টাকায়। এছাড়া ক্রেতারা ওয়ালটনের ২৮ ও ৩২ ইঞ্চির এলইডি টিভি কিনতে পারছেন যথাক্রমে ২০,৯০০ ও ২৪,৫০০ টাকায়।   

ওয়ালটন বাজারে নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড স্মার্ট প্রযুক্তির ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির তিনটি নতুন এলইডি টিভি। নতুন ও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তৈরি এ টিভিতে রয়েছে ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট, এইচডিএমআই, ওয়াইপিবিআর, এভি,  ইন্টারনেট ব্রাউজিং ও ডাউনলোড, ওয়াই-ফাই, ব্রডব্যান্ড কানেকশন, ইন্টারনেটে গেমস এবং ভিডিও ও ছবি দেখাসহ আরো অনেক সুবিধা। রয়েছে ৩২ ইঞ্চির ইন্টারনেট/স্মার্টটিভি। টিভিগুলো আন্তর্জাতিক মানের, মূল্যও সাশ্রয়ী।

ওয়ালটন গ্রুপের সহকারী পরিচালক ও টেলিভিশন বিপণন বিভাগের প্রধান মো. আব্দুল বারী বলেন, ক্রিকেটের যেকোনো বড় ইভেন্টের আগে দেশের বাজারে টেলিভিশনের চাহিদা বেড়ে যায় ব্যাপক হারে। তাই আসন্ন এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপকে সামনে রেখে টেলিভিশনের বাড়তি চাহিদা তৈরি হয়েছে। আর এই বাড়তি চাহিদা মেটাতে কয়েক মাস আগে থেকেই ওয়ালটন ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে।

তিনি বলেন, ওয়ালটনের লক্ষ্য সেরা দামে সর্বোচ্চমানের টেলিভিশন ক্রেতাদের হাতে তুলে দেওয়া। ইতোমধ্যে নিজস্ব কারখানায় প্রয়োজনীয় সব কাঁচামাল প্রস্তুত করার মাধ্যমে এলইডি টিভির উৎপাদন খরচ বহুলাংশে কমাতে সক্ষম হয়েছে ওয়ালটন। ক্ষেত্র বিশেষে সিআরটি টিভির দামে এলইডি টিভি দিচ্ছে ওয়ালটন।

ওয়ালটনের সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র সহকারী পরিচালক প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, অত্যাধুনিক প্রযুক্তিতে নিজস্ব মান নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের এলইডিটিভি। পণ্যের গুণগতমান নিশ্চিত ও গ্রাহকদের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে ওয়ালটন বাজারে এনেছে এইচডি, এইচডি রেডি ও এফএইচডি রেজ্যুলেশনের বিভিন্ন সাইজের এলইডি টিভি।

ক্রেতাদের কথা বিবেচনা করে ওয়ালটন এখন তৈরি করছে ১৯ ও ২৪ ইঞ্চির বিভিন্ন মডেলের কালার লাইন টিভি। গুণগত মান নিশ্চিত করতে ওয়ালটন এলইডি টিভিতে ব্যবহার করা হচ্ছে আইপিএস (ইন প্ল্যান সুইচিং), এডিএস (অ্যাডভান্স সুপার ডাইমেনশন সুইচ) এবং এইচএডিএস (হাই অ্যাডভান্স সুপার ডাইমেনশন সুইচ) প্রযুক্তির প্যানেল। এর ফলে দর্শকরা ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল এবং হাই কন্ট্রাস্টের ছবি দেখতে পাবেন।

এছাড়াও, আইএসও ক্লাস সেভেন ডাস্ট ফ্রি ক্লিন রুমের সর্বোচ্চ সতর্কতা ও গুণগতমান রক্ষা করে তৈরি করা হচ্ছে এলইডি টিভি প্যানেল। ছবি ও শব্দের উচ্চমান নিশ্চিতকরণে ডায়নামিক নয়েজ রিডাকশন, সর্বোচ্চ ফ্রেম রেট, ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম সমৃদ্ধ নিজস্ব ডিজাইনের উন্নত প্রযুক্তির মাদারবোর্ড ব্যবহার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।