ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি

অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
খুলনায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সুবিধাবঞ্চিত দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে রোববার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও শিক্ষা সামগ্রী তুলে দেন।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের খুলনার মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইন।

এসময় মোহাম্মদ আবদুল মান্নান বলেন, সমাজের অনগ্রসর মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সামগ্রিক কল্যাণ সাধন করা ইসলামী ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের ভবিষ্যত প্রজন্মকে বিকশিত করতে ইসলামী ব্যাংক প্রতিবছর উল্লেখযোগ্য শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। স্বনির্ভর জাতি গড়ে তোলার প্রক্রিয়ায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

ইসলামী ব্যাংক সিএসআর খাতের আওতায় ২০১৬ সালে সুবিধাবঞ্চিত এক হাজার ৫শ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।