ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শাহজালাল ইসলামী ব্যাংক ও হাবের সমঝোতা স্মারক

অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
শাহজালাল ইসলামী ব্যাংক ও হাবের সমঝোতা স্মারক

ঢাকা: শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মধ্যে সমঝোতা স্মারক সই করা হয়েছে।

রোববার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান শাহজালাল ইসলামী ব্যাংকের ভিপি অ্যান্ড হেড অব পিআরডি মো. সামছুদ্দোহা।

 

বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ ও ওমরাহ্ আদায়কারীদের হজ ও ওমরাহ্ নিবন্ধন-ফি জমাদানের সুবিধার্থে শাহজালাল ইসলামী ব্যাংক ও হাবের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

হাবের প্রধান কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন ও হাবের সভাপতি মো. ইব্রাহিম বাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এ চুক্তির ফলে দেশব্যাপী শাহজালাল ইসলামী ব্যাংকের ৯৩টি শাখায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ ও ওমরাহ পালনে ইচ্ছুকরা নিবন্ধন-ফি জমা দিতে পারবেন।

স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাবের সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদার, যুগ্ম-মহাসচিব মোজাম্মেল হোসেন কামাল, ইসি সদস্য আফতাব উদ্দিন চৌধুরী ও মুহাম্মদ আমিনুল হক, শাহজালাল ইসলামী ব্যাংকের বিজয়নগর শাখার ব্যবস্থাপক মো. মশিউর রহমান, ব্যাংকের মুরাক্বিব মো. ফরিদ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ওএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।