ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

'২০১৭ সালে সারা বিশ্বে বাজারজাত হবে বসুন্ধরা টিস্যু’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
'২০১৭ সালে সারা বিশ্বে বাজারজাত হবে বসুন্ধরা টিস্যু’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ‘২০১৭ সালে সারা বিশ্বে বসুন্ধরা টিস্যু বাজারজাত করা হবে বলে জানিয়েছেন বসুন্ধরা পেপার মিলসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহীনুর রহমান।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বসুন্ধরা পেপার মিলসের আয়োজনে বসুন্ধরা টিস্যু পণ্যের ‘ট্রেড স্কিম-২০১৫’ -এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।



বর্তমানে বিশ্বের ২৮ দেশে বসুন্ধরা টিস্যু রফতানি হচ্ছে জানিয়ে ডিজিএম শাহীনুর বলেন, ২০১৭ সালে সারা বিশ্বে নিজস্ব ব্র্যান্ড ও সেলস টিম নিয়ে এ টিস্যু বাজারজাত শুরু করবে।

শহরের পূর্ব পাইপাড়াস্থ মোজাফফর টাওয়ারের সিলভার ফর্ক রেস্টুরেন্টে এ সাফল্য উদযাপন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করে।

তাছলিমা আক্তার রুমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বসুন্ধরা পেপার মিলসের কুমিল্লা আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুল এহসান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লাস্থ আঞ্চলিক বিপণন ব্যবস্থাপক নুরুদ্দীন তারেক, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের পরিবেশক স্বপন কুমার পাল।

অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে র‌্যাফেল ড্র-এর মাধ্যমে ৩৫ ব্যবসায়ীকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএইচ/

** উন্নত দেশে রফতানি হচ্ছে বসুন্ধরা টিস্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।