ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টিভিএস’র ছয়টি নতুন মডেলের মোটর বাইক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
টিভিএস’র ছয়টি নতুন মডেলের মোটর বাইক ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রাহকদের চাহিদা মেটাতে ২০০ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন লরি মোটর সাইকেলসহ ছয়টি নতুন মডেলের মোটর বাইক বাজারে এনেছে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে নতুন মোটর বাইকগুলো বাজারজাতের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জে আকরাম হোসাইন।



বাজারে আসা টিভিএসের নতুন বাইকগুলো হলো, এপাচি আরটিআর ম্যাট ব্লু -এডিশন, ১২৫ সিসি প্রিময়াম বাইক ফিনিক্স ও ফুললি লোডেড ইম্প্রেসিভ বাইক স্ট্রাইকার, ১১০ সিসির ডিস্কব্রেকসহ মেট্রো প্লাস, নতুন স্কুটার জুপিটার এবং ১০০ সিসির টু হুইলার লরি এক্স এল- ১০০।

অনুষ্ঠানে জানানো হয়, টিভিএস অটো বাংলাদেশ লিঃ ২০০৭ সাল থেকে বাংলাদেশে টিভিএস মোটর সাইকেল অ্যাসেম্বল ও বাজারাজাত করে আসছে। ফেব্রুয়ারি মাস জুড়ে প্রতিষ্ঠানটির চলমান টিভিএস উৎসবের অংশ হিসেবে নতুন ছয়টি মডেলের বাইক বাজারে আনা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএসের হেড অব অপারেশন বিপ্লব কুমার রায়, টু হুইলার বিজনেস হেড মৃগেন ব্যানার্জী, ন্যাশনাল সেলস ম্যানেজার আতিকুর রহমান, মার্কেটিং ম্যানেজার আশরাফুল হাসানসহ টিভিএস’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এইচআর/আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।