ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রণোদনা পাবেন ভালো ঋণ গ্রহিতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
প্রণোদনা পাবেন ভালো ঋণ গ্রহিতারা

ঢাকা: ভালোমানের ঋণ গ্রহিতাদের প্রণোদনা দিতে ব্যাংগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।



এতে বলা হয়েছে, ব্যাংকিং খাতের ভালো গ্রাহক হিসেবে বিবেচিত গ্রাহকরা ২০১৫ সালের মার্চ থেকেই অন্তত ১০ শতাংশ হারে সুদ মওকুফ সুবিধা পাবেন। তবে ভালো গ্রাহক চিহ্নিত করার বিষয়টি সময় সাপেক্ষ হওয়ায় এ বছরও সুবিধা দেওয়া যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, টানা তিন বছর যেসব গ্রাহক নিয়মিত ঋণ পরিশোধ করে আসছেন তাদের ‘ভালো ঋণগ্রহীতা’ চিহ্নিত করে গত বছরের ১৯ মার্চ থেকে নিদিষ্ট হারে রিবেট দিতে বলা হয়।

তবে এসব ঋণগ্রহীতা চিহ্নিত করার বিষয়টি বিশ্লেষণধর্মী ও সময়সাপেক্ষ হওয়ায় ব্যাংকগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে রিবেট কার্যকরের সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।