ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জামালপুরের ১০ হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
জামালপুরের ১০ হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামালপুরের ১০ হাজার ১২৫ নারীকে কৃষি উৎপাদন, বিপণন সেবা, মোবাইল ব্যাংকিং, মোবাইল ও কম্পিউটার সার্ভিস, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে একটি বৈশ্বিক কর্মসূচির আওতায় প্রশিক্ষণ দিয়েছে কোকাকোলা কোম্পানি।
 
বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ‘উইমেন বিজনেস সেন্টার’ (ডব্লিউবিসি) কর্মসূচির অধীনে দেড় বছর ধরে এসব প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মসূচিতে সহযোগিতা করে কনসার্ন ইউনিভার্সেল।
 
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেল এক অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

এ সময় কোকাকোলার অপারেশন্স অ্যান্ড কাস্টমার লিডারশিপের ভাইস প্রেসিডেন্ট সুমন্ত দত্ত জানান, কোকাকোলার বৈশ্বিক ফাইভ-বাই-টোয়েন্টি কর্মসূচির আওতায় বিশ্বব্যাপী ৫০ লাখ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০১৫ সালে জামালপুরে বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এই কর্মসূচি শুরু হয়। জামালপুরের বিভিন্ন এলাকায় ১০টি উইমেন বিজনেস সেন্টার থেকে ১০ হাজার ১২৫ জন নারীকে কৃষি উৎপাদন, বিপণন সেবা, মোবাইল ও কম্পিউটার সার্ভিস, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বাংলাদেশের নারীরা বাজারে যেসব সাধারণ সমস্যা ও বাধার মুখে পড়েন সেগুলো মোকাবিলার ওপরই এই প্রশিক্ষণ কর্মসূচিতে জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কোকাকোলার পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন্সের ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক আমজাদ বলেন, বাংলাদেশের মোট কর্মজীবী শক্তির ৩৬ শতাংশ হলো নারী, দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের নারীদের তুলনায় বাংলাদেশের নারীরা ভালো করছে। কিন্তু তাদের কর্মক্ষেত্র ও পরিবারের মধ্যে ভারসাম্য রক্ষা, অর্থায়ন ও ‍ঋণসুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে।

এই জন্য কোকাকোলা পিছিয়ে থাকা নারী উদ্যোক্তাদের কথা বিবেচনা করে তাদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে ডব্লিউসিবি কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান তিনি।

কনসার্ন ইউনিভার্সেলের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ও পলিসি ম্যানেজার জেমস ট্রেজার ইভান্স বলেন, নারী উদ্যোক্তাদের সাধারণ সমস্যার সমাধানে একটি করপোরেট প্রতিষ্ঠান ও একটি অলাভজনক সংগঠনের অংশীদারিত্বে ডব্লি্‌ইবিসি’র মতো কর্মসূচির সফল হয়েছে। এই কর্মসূচির দ্বিতীয় পর্যায় খুলনা ও বাগেরহাটে শুরু হবে বলে জানান তিনি।
 
অনুষ্ঠানে বক্তারা জানান, ডব্লি্‌ইবিসি থেকে ফাইভ-বাই-টোয়েন্টি গ্লোবাল কর্মসূচির মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা অর্জনের প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সেবা, সম্পদ নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এতে গ্রামাঞ্চলের নারীদের ক্ষমতায়ন ও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণের মাধ্যমে তাদের টেকসই সমৃদ্ধি হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জামালপুরের তিন নারী উদ্যোক্তা বিলকিস বেগম, নিলিমা নাজনিন ও আয়েশা সিদ্দিকাকে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
টিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।