ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আলু রফতানি শুরু করেছে প্রাণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
আলু রফতানি শুরু করেছে প্রাণ

ঢাকা: চলতি বছর ৪০ হাজার মেট্রিক টন আলু রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইয়ে আলু রফতানি শুরু করছে প্রাণ। চলতি সপ্তাহে চট্টগ্রাম বন্দর থেকে এসব দেশে প্রায় ৪ হাজার মেট্রিক টন আলুর চালান পাঠানো হয়েছে।



শিগগিরই সৌদিআরব, দুবাই, ওমান, কুয়েত, কাতার, হংকং, নেপাল ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশে প্রাণ’র প্যাকেটজাত আলু পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান রফতানি কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি জানান, আমরা প্রথমবারের মতো মৌসুমি এ সবজিটি রফতানি করছি। এটা আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। গ্রানুলা, ডায়মন্ট, অ্যাসটেরিক্স ও কারেজ জাতের মানসম্পন্ন আলু রফতানি করছি।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, বিদেশে আলু রফতানির ব্যাপক সুযোগ রয়েছে। এর মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। লক্ষ্যমাত্রার অতিরিক্ত আলু উৎপাদন, সংরক্ষণ ও হিমাগার সুবিধা পর্যাপ্ত না থাকায় বাংলাদেশের কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানান তিনি।

আগামীতে বিভিন্ন ধরনের সবজি রফতানিরও আশা ব্যক্ত করেন তিনি।
প্রাণ অ্যাগ্রো বিজনেস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, আমরা দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিজস্ব চুক্তিভিত্তিক কৃষকদের মাধ্যমে আলু চাষ করছি। এসব কৃষকদের কাছে থেকে সংগৃহীত আলু বাছাই করে প্যাকেজিংয়ের মাধ্যমে রফতানি করা হচ্ছে।

তিনি আরো বলেন, কৃষকদেরকে স্বল্পমূল্যে উন্নতমানের বীজ ও সার সরবরাহ করেছি এবং তাদের কাছে থেকে ন্যায্যমূল্যে আলু ক্রয়ও করছি। ফলে কৃষকরা আলু চাষে আরো উৎসাহী হয়ে উঠেছেন।  

বর্তমানে বিশ্বের ১২৪টি দেশে নিয়মিতভাবে পণ্য রফতানি করছে প্রাণ।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।