ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন’ খাতে ন্যাশনাল ব্যাংকের ঋণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
‘দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন’ খাতে ন্যাশনাল ব্যাংকের ঋণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেড রাজশাহী শাখা’র উদ্যোগে তানোর থানা’র কাঁঠালপাড়া স্কুল মাঠে ‘দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন’ খাতে ৮টি গ্রামের ১৪টি গ্রুপে ১৮১ জন কৃষকের মাঝে ৯৭ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও রাজশাহীর আঞ্চলিক প্রধান ওয়াসিফ আলী খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার।



বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপ মহাব্যবস্থাপক আব্দুল হালিম ও তানোর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোখলেসুর।

ন্যাশনাল ব্যাংকের এসএভিপি ও রাজশাহী শাখার ম্যানেজার আলী হায়দার মর্তুজার পরিচালনায় অনুষ্ঠানে ১৮১ জন কৃষককে ১৯৪টি বকনা বাছুর ক্রয়ের জন্য এ ঋণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।