ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পিকেএসএফ-বিএসএফএফ’র আয়োজনে কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
পিকেএসএফ-বিএসএফএফ’র আয়োজনে কর্মশালা ছবি : সংগৃহীত

ঢাকা: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) ও বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের (বিএসএফএফ) আয়োজনে অ্যাকুয়াকালচার শিল্পের উন্নয়নে বিদ্যমান বাস্তবতা এবং ব্যাপ্তি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে এ পরামর্শমূলক কর্মশালা আয়োজিত হয়।



কর্মশালায় আলোচনার মূল বিষয় ছিলো, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে চিংড়ি খাতের অবদান বাড়ানোর সম্ভাবনা এবং এই খাতের তৃণমূল পর্যায়ের উৎপাদনকারীদের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ।

কর্মশালার সভাপতিত্ব করেন পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম।

এতে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালনের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. বজলুল হক খন্দকার।

গবেষণায় বাংলাদেশের অ্যাকুয়াকালচার শিল্পের সমৃদ্ধ সম্ভাবনার উপর আলোকপাত করা হয়।

কর্মশালায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ্য সচিব মাহবুব আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান, অর্থ মন্ত্রণালয়ের মহাপরিচালক তপন কুমার কর্মকার, বিএসএফএফ’র পরিচালক ড. মাহমুদুল করিম, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব সি কিউ কে মুশতাক আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্যবিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুস সাত্তার মন্ডল, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের বাংলাদেশের উপ-প্রতিনিধি ডেভিড ডোলান, ওর্য়াল্ড ফিশ’র পরিচালক, বৈজ্ঞানিক ড. সি ব্রাউন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আলী তাসলিম।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।