ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেটওয়ার্ক উন্নয়নে এরিকসনের সঙ্গে টেলিনরের চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
নেটওয়ার্ক উন্নয়নে এরিকসনের সঙ্গে টেলিনরের চুক্তি

ঢাকা: টেলিনর গ্রুপের সঙ্গে পাঁচবছরের জন্য চুক্তিতে সই করেছে নেটওয়ার্ক সেবা দাতা প্রতিষ্ঠান এরিকসন।
 
চুক্তির আওতায় বাংলাদেশ, মায়ানমার ও থাইল্যান্ডে টেলিনর গ্রুপের অপারেটরগুলোর ফোরজি/এলটিই নেটওয়ার্ক ডিজাইন বাস্তবায়ন এবং বর্তমানে টুজি ও থ্রিজি নেটওয়ার্ক ট্রান্সফর্মেশনে কাজ করবে এরিকসন।


 
চুক্তির অধীনে এরিকসন হার্ডওয়্যার, সফটওয়্যার ও বিভিন্ন সার্ভিস দেবে বলে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, উল্লিখিত দেশগুলোতে টেলিনর গ্রুপের টেলিকম অপারেটরগুলোর নেটওয়ার্ক উন্নয়নে এরিকসন মাল্টি-স্ট্যান্ডার্ড রেডিও বেস স্টেশন অরবিএস ৬০০০ স্থাপন করবে, যা একই ক্যাবিনেট থেকে থ্রিজি এবং ফোরজি/এলটিই সাপোর্ট দেবে। এছাড়া, রেডিও ডট সিস্টেম এবং আরবিএস ৬৪০২ এর মতো ইনডোর স্মল সেলও বাসানো হবে, যেটি ইনডোর এনভাইরনমেন্টে আস্থাশীল মোবিলিটি, সিকিউরিটি এবং কার্যকরী সেবা দেবে।

সারা বিশ্বে স্মল সেল বেস স্টেশন আরবিএস ৬৪০২ স্থাপনার ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে সেলফ অরগানাইজিং নেটওয়ার্ক ফিচারের মাধ্যমে গ্রাহকদের ৩০০ এমবিপিএস এর বেশি স্পিড দিতে পারে। এছাড়া, রেডিও ডট সিস্টেম স্থাপনার মাধ্যমে মোবাইল ডাটা ৫ গুণ বেশি কার্যকর হবে, কলড্রপ জিরোতে নেমে আসবে এবং ইন্সটলেশন টাইম প্রতি ডটে চার মিনিটেরও কমে নেমে আসবে।

চুক্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু এলাকায় শক্তিশালী নেটওয়ার্ক ও নিখুঁত মোবিলিটি প্রদানের লক্ষ্যে মাইক্রো রেডিও বেস স্টেশন আরবিএস ৬৫০১ বসানো হবে।
 
নেটওয়ার্কের এ ট্রান্সফরমেশন সম্পাদনের মাধ্যমে টেলিনরের টেলিকম অপারেটর গ্রামীণফোন (টুজি/থ্রিজি), মায়ানমার টেলিনর এবং ডিট্যাক (ফোরজি/এলটিই) এর গ্রাহকরা শক্তিশালী নেটওয়ার্ক ও উন্নত ব্রডব্যান্ডের সুবিধা পাবেন। এছাড়া, দ্রুত ওয়েব ব্রাউজিং ও ডাউনলোড সুবিধাসহ উন্নত স্মার্টফোন এক্সপেরিয়েন্সের সুবিধা থাকবে।
 
বর্তমানে টেলিনরের মতো মোবাইল আপারেটর কোম্পানিগুলো ডিজিটাল সোসাইটির রূপান্তরের লক্ষ্যে সর্বস্তরের মানুষের কাছে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। এরিকসনের সঙ্গে চুক্তির মাধ্যমে টেলিকম অপারেটরগুলো তাদের গ্রাহকদের জন্য অত্যাবশ্যক নেটওয়ার্ক অবকাঠামো, নতুন সেবা এবং পণ্য নিয়ে নিয়ে আসছে, যা ব্যবসা-বাণিজ্য এবং সমাজের মানুষের ক্ষমতায়নে ভূমিকা রাখছে।  
 
চুক্তি সম্পর্কে এরিকসনের দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের প্রধান স্যাম সাবা বলেন, এরিকসনের প্রযুক্তি, সেবা এবং নেতৃত্বকে প্রমাণ করে এই চুক্তি। এর মাধ্যমে টেলিনর গ্রুপের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক আরও প্রসারিত হলো।
 
তিনি আরও বলেন, এরিকসনের থ্রিজি এবং ফোরজি/এলটিই নেটওয়ার্ক সল্যুশন গ্রামীণফোন, মায়ানমার টেলিনর এবং ডিট্যাক এর গ্রাহকদের ইউনিক এক্সপেরিয়েন্স দেবে।  

এরিকসন বর্তমানে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ হাই ট্রাফিক এলটিই মার্কেটের দেশগুলোতে সেবা দিচ্ছে। বিশ্বের প্রথম সারির ১০০টি নগরীতে এলটিই সেবা দিয়ে প্রতিষ্ঠানটি এলটিই মার্কেট প্রথম স্থান দখল করেছে। ২২০ টিরও বেশি এরিকসন এলটিই রেডিও একসেস নেটওয়ার্ক এবং ইভোলভড প্যাকেট কোর নেটওয়ার্ক বিশ্বব্যাপী স্থাপন কারা হয়েছে, যা বাণিজ্যিকভাবে কাজ করছে।

বর্তমানে বিশ্বের ৪০ শতাংশ মোবাইল ট্রাফিক এরিকসনের নেটওয়ার্কভ‍ুক্ত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
 
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমআইএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।