ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যাত্রা শুরু করলো নতুন আর্থিক প্রতিষ্ঠান সিভিসিএফএল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
যাত্রা শুরু করলো নতুন আর্থিক প্রতিষ্ঠান সিভিসিএফএল

ঢাকা: দেশে সিপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড (সিভিসিএফএল) নামে আরেকটি নতুন আর্থিক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে কেক কেট প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আতিউর রহমান।



এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মফিজুদ্দীন, সিভিসিএফএল’র চেয়ারম্যান মাহমুদ হোসাইন, ডিরেক্টর সৈয়দ আল ফারুকী, ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর বলেন, বিশ্বের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ফান্ড, ব্যাংক ও পারিবারিক উৎস থেকে প্রাইভেট ইক্যুইটি ও ভেঞ্চার ক্যাপিটাল সংগ্রহের জন্য বৈধ পেশাদার করপোরেট প্রতিষ্ঠান থাকা প্রয়োজন। তাই সিভিসিএফএল-কে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে লাইসেন্স দেওয়া হয়েছে। এটি বিবি’র লাইসেন্স প্রাপ্ত দেশের ৩৩তম প্রতিষ্ঠান।

তিনি বলেন, সবার সম্মিলিত কর্মযোগে বাংলাদেশের অর্থনীতি আজ এক নতুন যুগসন্ধিক্ষণে দাঁড়িয়েছে। বিশ্ব অর্থনীতির পর্যবেক্ষকদের কাছে বাংলাদেশ আজ অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল প্রবৃদ্ধির এক অনুকরণীয় উদাহরণ।

আতিউর রহমান বলেন, আমাদের একদিকে ভারত অন্যদিকে চীন-এই দুই বৃহৎ অর্থনীতির গতিময়তা আমাদের অর্থনীতির পালে বাড়তি হাওয়া দিচ্ছে। এ সম্ভাবনা কাজে লাগাতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার ও বাংলাদেশ ব্যাংক সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে পুঁজি করে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সক্রিয় রয়েছে। কিন্তু অর্থনীতির এমন সুবর্ণ সময়ে উৎপাদনশীল খাতে বিনিয়োগের সময় সব মানুষের কথাই মনে রাখতে হবে। এক্ষেত্রে ধনবানদের পাশাপাশি সুবিধাবঞ্চিতদের জন্যও বাড়তি বিনিয়োগের সুযোগ করে দিতে হবে।

গভর্নর আরো বলেন, আর্থিক খাতে সব প্রতিষ্ঠান মিলে একসঙ্গে কঠোর পরিশ্রম করতে পারলে বাংলাদেশ অচিরেই ৮ শতাংশ প্রবৃদ্ধির জোনে প্রবেশ করবে। আর্থিক মধ্যস্থতার ভূমিকা, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করে আমরা সঞ্চয়কারী ও ‌গ্রহণকারী উভয় পক্ষেরই অনুকূল স্বার্থ রক্ষা করতে চাই। তবে বাংলাদেশ ব্যাংকের বিধি-বিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবো না।

তিনি বলেন, পরিবেশ বান্ধব অর্থায়ন আমাদের অত্যন্ত বেশি প্রয়োজন। কেননা, আমরা জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্তেরর সম্মুখিন। সিভিসিএফএল গ্রিন অর্থায়নে কাজ করবে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬/আপডেট: ২০৫৩ ঘণ্টা.
ইইউডি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।