ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বর্ণাঢ্য আয়োজনে বসুন্ধরা টিস্যুপণ্যের ট্রেড স্কিম'র সাফল্য উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বর্ণাঢ্য আয়োজনে বসুন্ধরা টিস্যুপণ্যের ট্রেড স্কিম'র সাফল্য উদযাপন ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: 'সমৃদ্ধির পথে মিলি এক সাথে' এই স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে বসুন্ধরা টিস্যু পণ্যের ‘ট্রেড স্কিম ২০১৫’ এর সাফল্য উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এতে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।



সোমবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা’র রাজদর্শন হলে দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা  গ্রুপের বসুন্ধরা পেপারস মিলস লিমিটেড (বিপিএমএল) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মোস্তাফিজুর রহমান বলেন, বসুন্ধরা টিস্যু গুণগতভাবে মানসম্মত বলেই দিনদিন এর চাহিদা ও বিক্রি বাড়ছে। ভবিষ্যতে এই পণ্যের মান আরও উন্নত করতে কাজ করে যাচ্ছে বসুন্ধরা।

তিনি বলেন, আমরা গ্রাহকদের সর্ব্বোচ্চ উন্নত ও ভালো মানের পণ্য সরবরাহ করে থাকি বলেই আমাদের পণ্য নিয়ে কখনো প্রশ্ন বা অভিযোগ পাওয়া যায় না।

খুচরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে এ ঊর্ধতন কর্মকর্তা বলেন, আমাদের কাছ থেকে আপনারা সব ধরনের সহযোগিতা পাবেন।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় খুচরা ব্যবসায়ীরা বসুন্ধরা টিস্যুর গুণগত মানের প্রশংসা করে বিভিন্ন মতামত তুলে ধরেন। এরপর ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বসুন্ধরা গ্রুপের ডিএমডি মোস্তাফিজুর রহমান।

শুরুতে রাত সাতটার দিকে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন বসুন্ধরা গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার মো. তোফায়েল হোসাইন।

এ সময় তিনি জানান, বসুন্ধরা টিস্যুর খুচরা বিক্রেতাদের সম্মানিত ও তাদের উদ্বুদ্ধ করতেই আজকের এ আয়োজন।

এরপর খুচরা বিক্রেতাদের অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার সেলস (টিস্যু, হাইজেনিক, এ৪ এবং এক্সেসরিজ)  মো. মাসুদুজ্জামান।

তিনি বলেন, শুরুতে ২০ মেট্রিক টন বসুন্ধরা টিস্যু বিক্রি হয়েছে। বর্তমানে এর পরিমাণ কয়েকগুণ বেড়ে ১৬০০ থেকে ১৭০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে। এই সফলতার পেছনে আপনাদের অনেক বড় অবদান রয়েছে।

বিপিএমএল'র হেড অব ব্র্যান্ড (ব্র্যান্ড ডিপার্টমেন্ট পেপার সেক্টর) সেলিম উল্লাহ জানান, গত তিন মাস আগে বিক্রেতাদের মাঝে একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা দেয়া হয়। এই লক্ষ্যমাত্রা অর্জনকারীরা এখানে অংশগ্রহণ করেছেন। আজকে এ অনুষ্ঠানে প্রায় ২৪০০ জন খুচরা টিস্যুর বিক্রেতা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বসুন্ধরা টিস্যুর মূল ক্রেতা ও প্রাণ হলো এই খুচরা বিক্রেতারা। তারা হাসলেই আমরা সবাই হাসি। কেননা তাদের হাত দিতেই ভোক্তাদের হাতে আমাদের এই পণ্য পৌঁছে যায়।

বিকেল থেকেই অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন স্থানের খুচরা বিক্রেতারা উপস্থিত হতে শুরু করেন। মনোমুগ্ধকর নাচ, গান উপভোগ করেন তারা। কর্নিয়াসহ একাধিক শিল্পী গান ও নৃত্য পরিবেশন করেন। এছাড়া অনুষ্ঠিত হয় র্যাফেল ড্রও।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
একে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।