ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় গাক এর কার্যক্রম পরিদর্শনে ড. কাজী খলীকুজ্জমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
বগুড়ায় গাক এর কার্যক্রম পরিদর্শনে ড. কাজী খলীকুজ্জমান

বগুড়া: বগুড়ার গাবতলীতে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

মঙ্গলবার (১ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত তিনি গাক’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।



গাবতলীতে ড. কাজী খলীকুজ্জমান আহমদ গাক পরিচালিত শিক্ষা সহায়ক কেন্দ্র, পুনর্বাসিত ভিক্ষুকদের দোকান, গৃহপালিত পশু খামার, চক্ষুক্যাম্প, গাক চক্ষু হাসপাতাল,  গাক ডেইরি কাম ব্রিডিং ফার্মসহ বিভিন্ন সমৃদ্ধি কর্মসূচিভুক্ত কার্যক্রম পরিদর্শন করেন। তিনি পুনবার্সিত ভিক্ষুকদের ঘুরে ‍দাঁড়ানোর গল্প শোনেন।

এ সময় তার পত্নী অধ্যাপক ড. জাহেদা আহমদ, পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন, গাক এর সহ-সভাপতি অধ্যাপক আফজাল হোসেন,  নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন, পরিচালক (ঋণ কার্যক্রম) মুখলেছুর রহমান, পরিচালক (মনিটরিং) রশিদুল ইসলাম, পরামর্শক মোবারক হোসেন তালুকদার, খোরশেদ আলম, পরামর্শক (চক্ষু হাসপাতাল) ডা.  লায়েল হাসান,  উপ-পরিচালক আনিছুর রহমান, হজকিল মো. আবু হাসান, রবিউল ইসলাম, হাসান আশরাফুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক আরমান হোসেন, রাশেদ বিল্লাহ, সমৃদ্ধি প্রকল্প সমন্বয়কারী সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ সাংবাদিকদের বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পিকেএসএফ দেশব্যাপী দুই শতাধিক সহযোগী সংস্থার মাধ্যমে মানবকেন্দ্রিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

গাক পিকেএসএফ’র সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এ এলাকার দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং মানব মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রসঙ্গত, পিকেএসএফ এর অর্থায়নে বগুড়ার গাবতলী উপজেলার তরফসরতাজ, দাঁড়াইল বাজার ও ক্ষিদ্রপেরি গ্রামে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে গাক।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।