ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশের আরও ৫ স্থানে গ্যাস অনুসন্ধান চালাবে রাশিয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
দেশের আরও ৫ স্থানে গ্যাস অনুসন্ধান চালাবে রাশিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: পেট্রোবাংলার সঙ্গে বাংলাদেশের আরও ৫টি স্থানে গ্যাসকূপের অনুসন্ধান কার্যক্রম চালাবে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম।

বুধবার (২ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে তার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সজান্ডার এ নিকোলায়েভ বিদায়ী সাক্ষাৎকালে এ কথা জানান।



এর আগে পেট্রোবাংলার সঙ্গে বাংলাদেশের আরও ১০টি স্থানে গ্যাসকূপের অনুসন্ধান কার্যক্রম চালায় গ্যাজপ্রম।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নিকোলায়েভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৩ সালে রাশিয়া সফরের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও রাশিয়ার সরকার এবং নেতাদের সদিচ্ছার ফলস্বরূপ দু’দেশের সম্পর্কে দৃশ্যমান অগ্রগতি এসেছে। দু’দেশের মধ্যে নিয়মিত পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা এ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে।

তিনি জানান, ঢাকা ও মস্কোর মধ্যে পুনরায় প্লেন যোগাযোগ স্থাপনের লক্ষ্যে রাশিয়ার কয়েকটি এয়ারলাইন্স ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে। সরাসরি প্লেন যোগাযোগ অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে দু’দেশের জনগণের মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও বাড়াবে।

অত্যন্ত সফলতার সঙ্গে বাংলাদেশে চার বছর দায়িত্বকাল সম্পন্নের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক একটি মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়ে যাচ্ছেন মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূতকে
অভিনন্দন জানান।

তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে রাশিয়ার সরকারকে সে দেশে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার অনুরোধ জানিয়ে উন্নয়নশীল দেশগুলোর বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্য সদস্য দেশগুলোর জন্যও এ সুবিধা দেওয়ার বিষয়টি উত্থাপন করেন।

শাহরিয়ার আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরকালে স্বাক্ষরিত ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্টের আওতায় রূপপুর আণবিক শক্তি প্ল্যান্টে কারিগরি ও আর্থিক সহায়তার জন্য রাশিয়ার সরকারকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত নিকোলায়েভ ঢাকায় তার দায়িত্বকালে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে পাওয়া সহযোগিতার জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
জেপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।