ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাটের তৈরি নজরকাড়া সোফা, জুতা-জ্যাকেট

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
পাটের তৈরি নজরকাড়া সোফা, জুতা-জ্যাকেট ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাহারি পাটপণ্যের পসরা বসেছে বহুমূখী পাটপণ্য মেলায়। মেলার প্রবেশপথ পার হলেই রকমারি পাট দিয়ে মনোরমভাবে সাজানো একটি ঘর।

সেখানে রয়েছে পাটের সোফা। পাটে বন্দি নান্দনিক এ ঘরের মধ্যে পাটের ওই সোফার সামনে টি-টেবিলে সাজানো নানা রকম পাটের তৈরি খেলনা। রয়েছে পাটে ঘেরা ঝাড়বাতি। ঘর আলোকিত করেছে পাটের ল্যাম্পশেডও। পাশেই পাটের তৈরি ডাইনিং টেবিল। টেবিলের পাশে ঝুলছে পাটের জ্যাকেটও।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছে তিন দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্যের এ মেলা। রোববার (০৬ মার্চ) মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (০৮ মার্চ) পর্যন্ত চলবে এ মেলা।

মেলার প্রধান ফটক পার হয়ে সোনালি আঁশ লিমিটেডের স্টলেও পাটের সোফা, বেডশিট, কুশন, মেঝতে শতরঞ্জি, জানালার পর্দা ও জ্যাকেট শোভা পাচ্ছে। একটি পুরো ঘর পাটের পণ্যে কতোটা মনোরম দেখাতে পারে সেটাই বোঝানো হয়েছে।
তবে এসবের দাম আকাশছোঁয়া। যে কারণে ইউরোপ ও আমেরিকায় এসব পণ্যের কাপড় ৬ থেকে ৭ ডলার মিটার হিসেবে বিক্রি করা হয়।

স্টলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারি বলেন, জ্যাকেট, সোফা ও বেডশিটসহ অন্যান্য পণ্য আমরা দেশের বাইরে বিক্রি করে থাকি। সাধারণত ইউরোপ ও আমেরিকার বাজারে বিক্রি করা হয়।
 
সোমবার (০৭ মার্চ) মেলা ঘুরে আরও জানা গেছে, হাজারো নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছে পাট। তাদের মধ্যে অন্যতম গোল্ডেন রুপ এবং ইয়ং উইমেনস খ্রিস্টান অ্যাসোসিয়েশন। ২০১৪ সালে নিজেই গোল্ডেন রুপ নামে প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন মোবাশ্বেরা রহমতুল্লা। এখন প্রায় শতাধিক নারী কর্মসংস্থান খুঁজে পেয়েছেন এখানে।
 
মোবাশ্বেরা বাংলানিউজকে বলেন, আমার লাভ কতো টাকা হলো এটা দেখার বিষয় নয়। শতাধিক থেকে হাজারও নারীকে কর্মসংস্থান দেওয়া আমার প্রধান লক্ষ্য।
   
মেলায় রকমারি জুতা, বেডশিট, কভার, কুশন, শাড়ি, জিন্স প্যান্ট, শার্ট বিক্রি করা হচ্ছে। শোভা পাচ্ছে পাটের দাবার কোর্টও। পাট দিয়ে কতো বাহারি পণ্য তৈরি হয়, তা দেখে মুগ্ধ দর্শনার্থীরাও।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এমআইএস/এএসআর

** এ যেন সোনালি আঁশের দুনিয়া
** ডায়বেটিস-ক্যান্সার-হৃদরোগ-আলসার ঠেকাবে পাটের চা 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।