ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংকের ব্যাখ্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
সিটি ব্যাংকের ব্যাখ্যা

ঢাকা: বাংলানিউজে গত ৬ মার্চ প্রকাশিত ‘সিটি ব্যাংক থেকে এফডিআর এর দেড় কোটি টাকা হাওয়া’ শীর্ষক রিপোর্টের বিষয়ে নিজেদের বক্তব্য দিয়েছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ।

মঙ্গলবার পাঠানো লিখিত বক্তব্যে তারা ‘প্রকাশিত প্রতিবেদনটি পরিপূর্ণ সত্য নয়’ বলে দাবি করে।



একই সঙ্গে অভিযোগকারী আখলাক মিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমান দায়িত্বে থাকাকালে টাকা উত্তোলন করেন বলে দাবি করা হয় লিখিত বক্তব্যে।

আরো বলা হয়, সিটি ব্যাংক বাদি হয়ে ২০১২ সালে মুজিবুর রহমান ও আখলাক মিয়া উভয়ের বিরুদ্ধেই মামলা করে। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বর্তমানে আখলাক মিয়া জামিনে মুক্ত আছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।