ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫.৬২ শতাংশ

৪১ মাসে সর্বনিম্ন মূল্যস্ফীতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
৪১ মাসে সর্বনিম্ন মূল্যস্ফীতি

ঢাকা: বাজার প্রচুর নিত্যপণ্যের সরবরাহ বৃদ্ধি ও আমদানি পণ্যের দাম কমার কারণে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতির হার কমে হয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ। বিগত ৪১ মাসের মধ্যে এ হার সর্বনিম্ন।



জানুয়ারি মাসে এ হার ছিল ৬ দশমিক ০৭ শতাংশ। এক বছর আগে ফেব্রুয়ারির মাসে ১০০ টাকার পণ্যে অতিরিক্ত ৬ টাকা ৭ পয়সা বাড়তি পরিশোধ করতে হলেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাত্র ৫ টাকা ৬২ পয়সা পরিশোধ করতে হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস) দেওয়া হালনাগাদ তথ্যে দেখা গেছে, জানুয়ারি মাসের থেকে ফেব্রুয়ারি মাসে সব সূচকেই কমেছে মূল্যস্ফীতির হার।
মঙ্গলবার (০৮ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্রে একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান।   তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া ফেব্রুয়ারি মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) সর্বশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করেন।
 
বিবিএস’র দেওয়া তথ্যে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসে সাধারণ মূল্যস্ফীতির হার হয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ, জানুয়ারি মাসে যা ছিল ৬ দশমিক ০৭ শতাংশ।

একই সময়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৩ দশমিক ৭৭ শতাংশ, জানুয়ারি মাসে যা ছিল ৪ দশমিক ৩৩ শতাংশ।

খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৬ শতাংশ। জানুয়ারি মাসে যা ছিল ৮ দশমিক ৭৪ শতাংশ।

বিবিএস বলছে, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাক জাতীয় পণ্যের দাম কমায় খাদ্যে মূল্যস্ফীতির হার কমেছে। বাজারে প্রচুর পরিমাণে পণ্যের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দামও কম। কারণ, জ্বালানি তেলের দাম কমার কারণে এসব পণ্য কম দামে আমদানি করা হচ্ছে।

পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, বাজারে প্রচুর পরিমাণে নিত্যপণ্য সরবরাহ হচ্ছে। জিনিসপত্রের দামও কম। সরবরাহ বাড়ার কারণে দামও কম। এতে করে সাধারণ সকল ধরনের ক্রেতাদের ক্রয় ক্ষমতা বেড়েছে। যার প্রভাবে  মূল্যস্ফীতি কমেছে।

তিনি আরও বলেন, বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম ক্রমাগতভাবে কমছে, যার প্রভাব আমাদের দেশেও পড়ছে। বিদেশ থেকে আমরা কম দামে নানা পণ্য আমদানি করতে পারছি।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এমআইএস/এএসআর

** বিদ্যু‍ৎ পাবে আরও ১৫ লাখ গ্রাহক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।