ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে শুরু হয়েছে চার দিনব্যাপী নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০১৬। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।



বুধবার (০৯ মার্চ) বাংলাদেশ ব্যাংক ট্রের্নিং একাডেমি প্রাঙ্গণে শুরু হওয়া এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

মেলায় আতিউর রহমানের কাছ থেকে চার লাখ টাকার নারী উদ্যোক্তা ঋণ গ্রহণ করেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের গ্রাহক ও বুটিক শপ রীতা লেডিস কর্নারের স্বত্বাধিকারী রীতা বেগম। মেলায় গার্মেন্টস ও হস্তশিল্প সামগ্রী প্রদর্শন করেন ব্র্যাক ব্যাংকের গ্রাহক ও ভূমি সূতার স্বত্বাধিকারী ইয়াসমিন জামান কবিতা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক মহিউদ্দীন। মেলা চলবে আগামী শনিবার (১২ মার্চ) পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।