ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সপ্তাহের বাজার দর

একধাপ বেড়েছে ডাল, সবজি, গরুর মাংসের দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
একধাপ বেড়েছে ডাল, সবজি, গরুর মাংসের দাম

ঢাকা: টানা দুই সপ্তাহ বেড়ে চলেছে ডালের দাম। বাজারভেদে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি ও গরুর মাংসও।



শুক্রবার (২৫ মার্চ) রাজধানীর পাইকারি ও খুচরা বাজারের ক্রেতা-বিক্রেতারা এমন তথ্য জানান। বিক্রেতারা জানান, আমদানি কমে যাওয়ায় ডাল কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে ডাল কেজিতে ১০ টাকা বেশি দামে কিনতে হয়েছে ক্রেতাদের। এ সপ্তাহে আগের বাড়তি দামের সঙ্গে কেজিতে যোগ হয়েছে আরও ৫ থেকে ১০ টাকা।

মসুরির ডাল (দেশি) ১৪৫-১৫০ টাকা, আমদানি করা ১২০ টাকা এবং ক্যাঙ্গারু ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে শীতের সবজি বাজারে কম আসায় গত সপ্তাহের বাড়তি দামের সঙ্গে প্রতিকেজি সবজি ২ থেকে ৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

টমেটো পাকা ৩০-৩৫ টাকা কেজি, আধাপাকা ৪৫ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনেপাতা ৮০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

অপরিবর্তিত রয়েছে গাজরের দাম। প্রতিকেজি ২৫ টাকা। শিম, পটল ও ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। করলা ৪০ টাকা। পেঁপে ২৫ থেকে ৩০ টাকা। শসা ৩৫ টাকা। কিছুটা দাম বেড়েছে বেগুন ৫০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, রসুন ও ডিম।

দেশি পেঁয়াজ ৩০ টাকা ও আমদানি করা পেয়াজ ২২ থেকে ২৪ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের হালি ৩০ টাকা, ডজন ৯০ টাকা। দেশি মুরগির ডিমের হালি ৫০ টাকা, ডজন ১৫০ টাকা। হাঁসের ডিমের হালি ৪০ টাকা, ডজন ১২০ টাকা।

এ সপ্তাহে দেশি রসুন ৯০ থেকে ১শ’ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর আমদানি করা রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ২শ’ টাকায়।

এদিকে আলুর দাম কেজিতে বেড়েছে এক থেকে দুই টাকা। প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকায়।

একই দামে বিক্রি হচ্ছে ফার্মের মুরগি। ব্রয়লার প্রতি কেজি ১৫০ টাকা, লেয়ার ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে দেশি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা কেজিতে। পাকিস্তানি মুরগি পিস ২শ’ টাকা এবং কেজি বিক্রি হচ্ছে ২৫০ টাকা দরে।

আগের দামেই বিক্রি হচ্ছে খাসির মাংস। কিন্তু  কেজি প্রতি গরুর মাংস দাম বেড়েছে ২০ টাকা। এ সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি। তবে খাসির মাংস পূর্বের দামে ৫৬০ থেকে ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এফবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।