ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোমরা বন্দরে পাঁচ ঘণ্টা কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
ভোমরা বন্দরে পাঁচ ঘণ্টা কর্মবিরতি

সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বানে তৃতীয় দিনের মতো কর্মবিরতি কর্মসূচি চলছে।

 


রোববার (১৭ এপ্রিল) সকাল ৮টায় পাঁচ ঘণ্টার এ কর্মবিরতি শুরু হয়।

যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এর মাধ্যমে তিনদিনের প্রতিবাদ কর্মসূচি শেষ হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পণ্য তল্লাশি, পরীক্ষা ও ওজন পরিমাপের নামে ‘হয়রানি’র প্রতিবাদে এ কর্মবিরতি ডাকা হয়।

ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বাংলানিউজকে জানান, কাস্টমস আইন লঙ্ঘন করে ৭ এপ্রিল আমদানি করা ১১ ট্রাক পান বন্দর এলাকা থেকে আটক করে বিজিবি। পানগুলো যথাযথভাবে শুল্ক পরিশোধ করে আমদানি করা হলেও বিজিবি তা জব্দ করে এবং পরে ওই পান পচে যায়। পরে আদালত জব্দকৃত পান ব্যবসায়ীদের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দিলেও পানগুলো পচে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা।

বিজিবি যা করছে তা সম্পূর্ণ কাস্টমস আইন পরিপন্থি বলে দাবি করেন তিনি।

তিনি জানান, বিজিবি কর্তৃক হয়রানি বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

‘হয়রানি’র শিকার হয়ে ১৩, ১৬ ও ১৭ এপ্রিল কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।