ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জাটকাগুলো সমুদ্রে পাঠানোই চ্যালেঞ্জ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
জাটকাগুলো সমুদ্রে পাঠানোই চ্যালেঞ্জ

<< আগের অংশ: ৩৫০ বর্গ কিলোমিটারের ইলিশে দেশ চলবে
বিমল চন্দ্র বললেন কেবল ইলিশ নয়, আসলে অন্য মাছও এই সময়কালে ধরা না হলে তাতে নদীর মাছের বংশ বৃদ্ধি হবে। দেশের নদীগুলো ভরে উঠবে নানা প্রজাতির মাছে।

জাটকা ধরা যাবে না কোনও একটি সময়ের জন্যও। জাটকা নিধন আইনত দণ্ডণীয় করা হয়েছে। কারণ এই জাটকাই বড় হয়ে সুস্বাদু ইলিশে পরিণত হবে। জাটকার ওপর নিষেধাজ্ঞা থাকে পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত। আর জুলাই আগষ্ট সেপ্টেম্বর সময়টি হবে জেলের জন্য সেরা সময়। এই সময়ে তারা নদীতে জাল ফেললেই পাবে মাছ। আর সব বড় বড় পরিণত মাছ। এই সময় আষাঢ় শুরু হয়। আর ইলশে গুঁড়ি বৃষ্টি এলে পরিণত ইলিশগুলো ঝাঁকে ঝাঁকে আসতে থাকে মিঠা পানির নদীতে। তখন নদীতে নদীতে চলে ইলিশ ধরার মহা উৎসব।

পরের অংশ>> মা ইলিশ রক্ষা অক্টোবরে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।