ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিজার্ভ চু‌রি

‘পূর্ণাঙ্গ তদন্ত প্র‌তিবেদন পেলেই প্রকাশ করা হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
‘পূর্ণাঙ্গ তদন্ত প্র‌তিবেদন পেলেই প্রকাশ করা হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে গুলশানে লাইলা টাওয়ারে পিডব্লিউসি'র বাংলাদেশ  অফিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, এই রিপোর্ট তো তাদের অন্তর্বর্তী রিপোর্ট। আড়াই মাস পর তারা পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। রির্পোট বের হবে আফটার দ্য ফাইনালাইজেশন অব রিপোর্ট।
রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্ণর ড. আতিউর রহমানের পদক্ষেপ যথার্থ ছিলো কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রিপোর্টটি আমি পড়ি নাই।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা,এপ্রিল ২১,২০১৬/আপডেট ১৫২৬ ঘণ্টা
এসএম/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।