ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভ্যাট চালানবিহীন চার ট্রাক পণ্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
ভ্যাট চালানবিহীন চার ট্রাক পণ্য আটক

ঢাকা: গ্লাস শিট, ইলেকট্রিক ফ্যান, লোহার রড ও বেডশিট বহনকারি ভ্যাট চালানবিহীন চার ট্রাক পণ্য আটক করেছে মূসক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুক্রবার (২২ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডেমরা, কাঁচপুর ও শনির আখড়া এলাকা থেকে ট্রাকগুলো আটক করা হয়।



মূসক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক একেএম সুলতান মাহামুদ ও শেখ মো. মাসুদুর রহমানের নেতৃত্বে ট্রাকগুলো আটক করা হয়।

মূসক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক একেএম সুলতান মাহমুদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মূসক গোয়েন্দার টহল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে। এতে স্থানীয়রাও সহযোগিতা করে।

সন্ধ্যা সাতটা থেকে গভীর রাত পর্যন্ত অভিযানে চারটি ট্রাক আটক করা হয়। ট্রাকগুলোর চালক পণ্যগুলোর শুল্ক বা ভ্যাট চালানের প্রমাণ দেখাতে পারেনি।

চারটি ট্রাক হচ্ছে, ঢাকা মেট্টো ট ১৬-৯৭১৯, মের্সাস বাংলাদেশ রি রোলিং মিলস, টঙ্গী বাজার, গাজীপুর। চট্ট মেট্টো ট ১১-২০৮১, মের্সাস গোমতী এন্টারপ্রাইজ, নবাবপুর রোড, ঢাকা। ঢাকা মেট্টো ট ১৮-৪৫৬৩, মেসার্স ভেনাস থাই অ্যালুমিনিয়াম, শেওড়াপাড়া। ঢাকা মেট্টো অ ১৪-০৯৩০, মের্সাস ফনিক্স হোম টেক্সটাইল লিমিটেড, বিসিক শিল্প এলাকা, টঙ্গী গাজীপুর।

মূসক আইন ১৯৯১ এর ৩২ ধারা ও ১৬ বিধি অনুযায়ী, ভ্যাটযোগ্য পণ্যসহ কোন ট্রাক ফ্যাক্টরি থেকে বের হলে তার সাথে ভ্যাট চালান রাখতে হবে।

ট্রাকগুলো বর্তমানে সেগুনবাগিচা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চত্বরে রাখা হয়েছে। কাগজপত্র দেখাতে না পারলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬

আরইউ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।