নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার কাঠেরপুল এলাকায় অবস্থিত তিতাস গ্রুপের বনানী অ্যাপারেলসে নামে একটি গার্মেন্টস কারখানায় বেতন-ভাতার দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ২ মাস ধরে বকেয়া বেতন-ভাতা না দেওয়া শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করেন।
জানা গেছে, কাঠেরপুলের ক্যাডটেক্স গার্মেন্ট সংলগ্ন তিতাস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বনানী অ্যাপারেলসে প্রোডাকশনে ৬০ জন ও বেতনে ১২০ জন শ্রমিক কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটির মালিক হলেন মামুন নামের এক ব্যক্তি।
জিএম সুজন জানান, আর্থিক সঙ্কটের কারণে কারখানাটির মালিকপক্ষ গত মার্চ মাস থেকে শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারছেনা। যে কারণে কারখানাটি বন্ধ ছিলো। শ্রমিকরা গত তিনদিন ধরেই বকেয়া বেতনের জন্য দাবি জানিয়ে আসছিলো। শনিবার মালিকপক্ষ শ্রমিকদের বেতন দিবে বলে জানিয়েছিলো।
শনিবার বিকেলে শ্রমিকরা কারখানায় আসার পর দেখতে পায় মালিকপক্ষ নেই। এতে করে শ্রমিকরা বিক্ষুব্দ হয়ে ওঠে। এদিকে শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে শিল্প পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। তারা বাহিরে সতর্ক অবস্থানে রয়েছেন।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এম এ শাহীন জানান, আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তবে গার্মেন্ট শ্রমিকরা যেখানে সাড়ে ৫ লাখ টাকার মতো পাওনা সেখানে মালিকপক্ষ মাত্র ৭০ হাজার টাকা দিতে চাচ্ছে। এতে করে শ্রমিকরা আরো বিক্ষুব্দ হয়ে উঠেছে।
বিকেএমইএ’র সহসভাপতি (অর্থ) জিএম ফারুক জানান, এ বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগ দেয়নি। তারপরেও এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপিল ৩০, ২০১৬
বিএস