ঢাকা: মার্স ডিজাইনের শ্রমিকরা একটি আনন্দময় দিন কাটালেন গত শনিবার। তারা নেচে-গেয়ে, হৈ-হুল্লোর করে দিনটি পার করলেন।
সব আয়োজন ছিলো মালিক পক্ষের। মহান মে দিবসের ছুটির আগেই আরও একটি ছুটির দিনে কাটলো এই তৈরি পোশাক কারখানার শ্রমিকদের। সাভারের হেমায়েতপুরে এই কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক তাতে অংশ নেন স্বতস্ফূর্ত ভাবে।
কেবল যে আনন্দ উপভোগ তাই নয়, সেখানে শ্রমিকরা নিজেরাও গাইলেন, নাচলেন। কৌতুক করলেন।
মার্স ডিজাইনের চেয়ারম্যান মোস্তফা কামাল নিজেও ছিলেন শ্রমিকদের সঙ্গে এই আনন্দ আয়োজনে সামিল। শ্রমিকদের অংশগ্রহণে আপ্লুত মোস্তফা কামাল বললেন, আমরা পেশাদার শিল্পীদের ডেকে গান-নাচের আয়োজন করেছি, যাতে শ্রমিকরা উপভোগ করতে পারে। কিন্তু দেখলাম কারখানার শ্রমিকদেরও রয়েছে দারুণ প্রতিভা। তারা যেভাবে নাচলো, গান করলো তার আনন্দ অপরিসীম। আর সত্যি বলতে একজন শ্রমিকের নাচ পেশাদারদের চেয়েও ভালো লেগেছে।
সবচেয়ে বড় কথা শ্রমিকরা উপভোগ করতে পেরেছে, তারা আনন্দে একটি দিন কাটাতে পেরেছে এটাই আমাদের কাছে বড়।
হেমায়েতপুরের পূর্বহাটি রোডের নতুনপাড়া এলাকার এই কারখানা আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে ২০১২ সালে যাত্রা শুরু করে। এখানে বর্তমানে পাঁচ শতাধিক শ্রমিক কর্মরত রয়েছে।
দিনটিতে উচ্ছ্বসিত শ্রমিকরা মালিক পক্ষের প্রশংসা করছিলেন। তারা বলেন, মার্স ডিজাইন একটি ব্যতিক্রমী কারখানা। এখানে শ্রমিকের অধিকার পুরোপুরি বাস্তবায়ন করা হয়। তার পাশাপাশি এক প্রীতিভোজ ও আনন্দ আয়োজন তাদের কাজের জন্য বাড়তি উদ্দীপনা হিসেবে কাজ করে।
মোস্তফা কামাল জানান, শ্রমিকের কর্মঘণ্টা, পেশাগত নিরাপত্তা, সরকার নির্ধারিত ন্যুনতম মজুরিসহ সকল কমপ্লায়েন্স মেনেই এই কারখানা পরিচালিত হয়। শ্রমিকদের জন্য আনন্দময় কর্মপরিবেশ নিশ্চিত করাই আমাদের কাজ।
অনুষ্ঠানে সেরা পারফরম্যান্সের জন্য পুরষ্কৃত করা হয়।
মার্স ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক মীর রফিকুল ওমর, পরিচালক কামরুল ইসলাম ও মোখলেসুর রহমানও এই আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় ১০৩৫ ঘণ্টা, মে ০২, ২০১৬
এমএমকে