ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পণ্যবাহী জাহাজ মালিকদের ধর্মঘট প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মে ২, ২০১৬
পণ্যবাহী জাহাজ মালিকদের ধর্মঘট প্রত্যাহার

ঢাকা: নৌমন্ত্রীর আশ্বাসে পণ্যবাহী সব জাহাজের চলমান ধর্মঘট প্রত্যাহার করেছেন মালিক নেতারা।

নৌযান শ্রমিকদের বেতন বাড়াতে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেন পণ্যবাহী জাহাজ মালিকরা।

তাদের দাবি, সরকারি সিদ্ধান্ত মানতে গেলে অনেক ক্ষতি হবে। এ কারণে গত ২৭ এপ্রিল থেকে ধর্মঘট শুরু করেন তারা। ধর্মঘটের আওতায় কার্গো, কোস্টাল ও লাইটারেজ জাহাজ বন্ধ ছিল।

সোমবার (০২ মে) দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ে নৌমন্ত্রী ও জাহাজ মালিকদের মধ্যে এক বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় দুপুর থেকেই জাহাজ চলাচল শুরু হবে বলে যৌথ সংবাদ সম্মেলনে জানান নৌমন্ত্রী শাজাহান খান ও বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান বীরবিক্রম।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ০২, ২০১৬/আপডেট ১৬০০, ১৬১৬
আরএম/এসআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।