ঢাকা: এক্সিম ব্যাংকের রাজশাহী অঞ্চলের শাখা সমূহের নিয়ে দিনব্যাপি ত্রৈমাসিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ মে) জানানো হয় গত ৩০ এপ্রিল বগুড়ার হোটেল নাজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এক্সিম ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মান্নান এমপি। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
এতে উপস্থিত ছিলেন- এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম.সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, মো. মুক্তার হোসেন এবং শাহ্ মো. আব্দুল বারী।
সম্মেলনে এক্সিম ব্যাংকের রাজশাহী অঞ্চলের অন্তর্ভূক্ত শাখাসমূহের ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের নির্বাহীরা ও আঞ্চলিক প্রধান অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান এমপি শাখা ব্যবস্থাপকদের বিনিয়োগের সম্ভাবনার খাতগুলোকে খুঁজে বের করার পরামর্শ দেন এবং কৃষিপ্রধান উত্তরবঙ্গে কৃষি, ক্ষুদ্র ও মাঝারী শিল্পে বিনিয়োগ করার কথা বলেন।
সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া অত্র অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের ব্যাংকিং বিষয়ে অধিক পড়াশুনার প্রতি বিশেষভাবে দৃষ্টি আরোপ করেন। এছাড়াও মানি লন্ডারিং প্রতিরোধ এবং এটিএম বুথ পরিচালনায় সজাগ দৃষ্টি রাখার জন্যও শাখা ব্যবস্থাপকদের বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ০২, ২০১৬
বিএস