ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে বিশেষ গুরুত্ব পাবে মেগা প্রকল্পগুলো। অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, গ্যাস-বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান, বিনিয়োগ বৃদ্ধি এবং উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখার লক্ষ্যে এসব মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ফাস্ট ট্রাক প্রকল্প। আলাদা নজরদারি করা প্রকল্পের মধ্যে রয়েছে-পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পায়রা গভীর সমুদ্রবন্দর, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজারে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর এবং তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণ প্রকল্প।
অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে পদ্মা সেতু প্রকল্পে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। এছাড়া মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আগামী বাজেটে ২ হাজার ২২০ কোটি টাকা বিদেশি ঋণ ও অনুদান প্রাক্কলন করা হয়েছে।
২০১৬-১৭ অর্থবছরের বাজেটে মেট্রোরেল প্রকল্পের জন্য বিদেশি ঋণ ও অনুদানের প্রাক্কলন করা হয়েছে ১ হাজার ৭১০ কোটি ৪৮ লাখ টাকা। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিদেশি ঋণ ও অনুদান ৩১০ কোটি ৮৭ লাখ টাকা প্রাক্কলন করা হয়েছে।
মেগা প্রকল্প বাস্তবায়নে কোথা থেকে টাকা আসবে, কীভাবে আসবে, কোন প্রকল্পে কত টাকা ব্যয় করা হবে-সে সবের পথনকশা ও বিস্তারিত বিবরণ বাজেটে তুলে ধরা হবে।
এ বিষয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের উন্নয়নে গতি আনতে মেগা প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়িত হলে রিটার্ন বেশি। এজন্য এসব প্রকল্পে আলাদাভাবে নজরদারি করা হবে।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মে ২, ২০১৬
এসই/জেডএম