ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাক-বাজেট

সরকারি বিজ্ঞাপন চায় অ্যাটকো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মে ১৪, ২০১৬
সরকারি বিজ্ঞাপন চায় অ্যাটকো

ঢাকা: পত্রিকার সাথে সমতা আনতে বেসরকারি চ্যানেলের জন্য সরকারি বিজ্ঞাপনের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দাবি উঠেছে বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনের ওপরও ভ্যাট বসানোর।


 
শনিবার (১৪ মে) এনবিআর সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) নেতারা এ দাবিগুলো জানিয়েছেন।
 
সংগঠনের চেয়ারম্যান ও এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালু বলেন, পত্রিকার ক্ষেত্রে সরকারি বিজ্ঞাপন প্রচারে অর্থ বরাদ্দ থাকলেও বেসরকারি চ্যানেলের জন্য কোন বরাদ্দ থাকে না। এক দেশে দু’ নিয়ম কিভাবে হয়? পত্রিকার সাথে সমতা আনতে অর্থ বরাদ্দ ও ভ্যাটসহ অন্যান্য ক্ষেত্রে সমতা আনতে এনবিআরকে পদক্ষেপ নিতে হবে।
 
তিনি বলেন, টেলিভিশনে বিজ্ঞাপন প্রকাশের আগেই ভ্যাট (মূসক) দিতে হয়। অথচ পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের পর। দুইটাই গণমাধ্যম হয়েও বৈষম্যমূলক। এ জন্য এনবিআর এর একটি নীতিমালা করা উচিত।
 
দেশি চ্যানেলের বিজ্ঞাপনের আয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট, ২০ শতাংশ আয়করের জন্য এনবিআরের দু’জায়গায় কাগজপত্র জমা দিতে হয়। এতে হয়রানি হতে হয়। এ বিষয়ে এনবিআরের কাজ করা উচিত।
 
অ্যাটকো মহাসচিব ও চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ বলেন, বেসরকারি চ্যানেলগুলো ভারত, থাইল্যান্ড বা সিঙ্গাপুর থেকে সম্প্রচার করে থাকে। এক্ষেত্রে বিশাল অঙ্কের একটি অংশ তাদের পে করতে হয়। অথচ সেখানে ভ্যাট, আয়কর কাটা হয় না। সেদিকে এনবিআরের নজর দেওয়া উচিত।
 
তিনি বলেন, বাংলাদেশে প্রদর্শিত বিদেশি চ্যানেলগুলোতে প্রচুর বিজ্ঞাপন প্রচারিত হলেও তাতে সরকারকে কোন রাজস্ব দিতে হয় না। অথচ দেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার হলেই রাজস্ব দিতে হয়। বিদেশি চ্যানেলের রাজস্ব থেকে সরকার বঞ্চিত হয়। এ কারণে দেশি চ্যানেল প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। দেশি চ্যানেলকে এ অসমতা থেকে বাঁচাতে বিদেশি চ্যানেলে ভ্যাট আদায়ের ব্যবস্থা করা উচিত।
 
নতুন এনবিআর গঠনে ও মানুষের মধ্যে রাজস্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করায় বেসরকারি টেলিভিশন মালিকদের ধন্যবাদ জানান এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।
 
তিনি আশ্বাস দিয়ে বলেন, বেসরকারি চ্যানেলের যেসব সমস্যা আপনারা উল্লেখ করেছেন তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
 
আলোচনায় সংগঠনের পরিচালক (অর্থ) আশরাফ উদ্দিন, বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন-অর-রশীদসহ এনবিআরের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ১৪, ২০১৬
আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।