ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘উত্তম সেবা দিতে চাই, সহযোগিতা দিন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জুন ৪, ২০১৬
‘উত্তম সেবা দিতে চাই, সহযোগিতা দিন’ ছবি: পিয়াস- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এনবিআর ও সঞ্চয় অধিদফতর থেকে উত্তম সেবা দিতে চাই উল্লেখ করে সকলকে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
শনিবার (০৪ জুন) সকালে রাজধানীর জাতীয় সঞ্চয় অধিদফতরের প্রধান কার্যালয়ের সামনে (জাতীয় ক্রীড়া পরিষদের নিচে) ‘জাতীয় সঞ্চয় সপ্তাহ-২০১৬’ এর উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।


 
‘সঞ্চয় অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার প্রতীক’-স্লোগানে জাতীয় সঞ্চয় অধিদফতরের আয়োজনে জাতীয় সঞ্চয় সপ্তাহ-২০১৬ শুরু হয়েছে। আগামী ০৮ জুন পর্যন্ত চলবে এ সপ্তাহের কার্যক্রম।
 
‘উত্তম মানের সেবা দিতে চাই’- অঙ্গীকার করে এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রীর রুপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে আমরা সকল পর্যায়ে প্রয়াস চালাচ্ছি। ’
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নির্দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন উপাদান, রাজস্ব আহরণ, সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি, সামাজিক কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি’।
 
চেয়ারম্যান বলেন, ‘সঞ্চয় অধিদফতর মানুষের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলছে। সামাজিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে সঞ্চয়ের বিভিন্ন মাধ্যমকে জনপ্রিয় করছে’।
 
প্রস্তাবিত বাজেট সম্পর্কে তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেটে মানুষের অর্থনৈতিক-সামাজিক ভবিষ্যতকে নিশ্চিত করবে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের কাছে উন্নয়নের রোলমডেল তারই একটা পরিচায়ক এবারের বাজেট’।
 
জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, বিচারপতি আবদুল হাই, সঞ্চয় অধিদফতরের যুগ্ম সচিব নুরুল আফসার, সুলতানুল ইসলাম চৌধুরী, এম এ রউফ প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে থেকে সঞ্চয় সপ্তাহের বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। আনসার-ভিডিপি’র চৌকস বাদক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউটের সদস্য, দৃষ্টিনন্দন সাজের ঘোড়ার গাড়ি, সঞ্চয় সংশ্লিষ্ট জারি গানের গাড়ি নিয়ে ৠালিটি জাতীয় প্রেসক্লাব হয়ে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
 
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।