ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘তৈরি পোশাক খাত চ্যালেঞ্জের মুখোমুখি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
‘তৈরি পোশাক খাত চ্যালেঞ্জের মুখোমুখি’

সংসদ ভবন থেকে: বৈশ্বিক রাজনীতির কারণে তৈরি পোশাক খাত এখন চ্যালেঞ্জের মুখোমুখি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায় নানা প্রতিকূলতার সম্মুখীন এ খাত।

বিশেষ করে বেক্সিট নিয়ে যে গণভোট হয়ে গেলো।

ইইউ থেকে যুক্তরাজ্য সরে যাওয়ার যে ম্যান্ডেট পেয়েছে, তাতে নতুন করে আমাদের যুক্তরাজ্যের সঙ্গে নেগোশিয়েশন করতে হবে।

মঙ্গলবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের যারা রপ্তানিকারক তারা একটা চ্যালেঞ্জের মুখো পড়বে। সেজন্য আমি মনে করি, রপ্তানিকারকদের ওপর ১.৫ শতাংশ সোর্স ট্যাক্স আরোপ করা হয়েছে। যেটা আগে ছিল ০.৬ শতাংশ। তার আগে ছিল ০.৩ শতাংশ। এটাকে বৃদ্ধি না করার জন্য আমি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অনুরোধ করবো। যদিও ইতোমধ্যেই ব্যবসায়ীদের নিয়ে অনুরোধ করেছি। কারণ এটা এ মুহূর্তে বাড়ানো উচিত হবে না।
 
অপরদিকে আমাদের প্রতিবেশী ভারত একটা প্যাকেজ ঘোষণা করেছে তৈরি পোশাকের জন্য। এ মুহূর্তে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় রপ্তানিকারক। ভারত আমাদের জায়গায় আসতে চায়। সেজন্য তারা ৬ হাজার কোটি টাকার নগদ সহায়তা দেবে এবং প্রতিটি পণ্যে তারা ২৫ শতাংশ ট্যাক্স সহায়তা দেবে।

ভারত যদি এটা করে, পৃথিবীর বহু দেশের সঙ্গে তাদের ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট আছে। যেমন- ১৬টি দেশের সঙ্গে ভারতের রিজিওনাল কমপ্রেসিভ ট্রেড পার্টনারশিপ রয়েছে। সেখানে ভারত যদি এ সুবিধা দেওয়ার পর তৈরি পোশাক খাতে আমরা এ সুবিধা না দেই তাহলে বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না।

তিনি বলেন, কোথায় ছিল বাংলাদেশ, আজ কোথায়? স্বাধীনতার পর ৭শ’ ৩৪ কোটি টাকার বাজেট এখন ৩ লাখ ৪০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। সাড়ে ৭ কোটি মানুষের দেশে খাদ্য ঘাটতি ছিল। এখন ১৬ কোটি মানুষের দেশ খাদ্য উদ্বৃত। খাদ্য এখন রফতানি করা হচ্ছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সব সূচকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল এখন স্বপ্ন নয়, বাস্তব। নিজের যোগ্যতায় প্রধানমন্ত্রী এখন শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক বিশ্বে খ্যাতিনাম নেতায় পরিণত হয়েছেন।

বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, প্রত্যেক দিন ইফতার পার্টিতে অশোভনীয়, অমার্জনীয় বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া। তার বক্তব্যেই প্রমাণ হয়েছে বিএনপি নেত্রী এখন হতাশ।

ষড়যন্ত্র চলছে, চলবে। প্রধানমন্ত্রী দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন, এগিয়ে যাবেন। কোনোকিছুই তার অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৬/আপডেট: ১৬১৬ ঘণ্টা
এসএম/জিসিপি/জেডএস

** ‘অর্থমন্ত্রী হাসিতে হাসিতে আশি পার করেছেন’
** ‘জীবনের বড় তৃপ্তি জাতির জনকের কবর জিয়ারত’
** প্রধানমন্ত্রীর প্রতি জাতীয় সংলাপের আহ্বান এরশাদের
** পদোন্নতিতে পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।